চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে ১৪টি প্রকল্পের আওতায় ১৭ লাখ টাকার উন্নয়ন বরাদ্দপত্র প্রদান করলেন সিইও নুরজাহান খানম

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ সাশ্রয়কৃত টাকার ১৪টি প্রকল্পের আওতায় ১৭ লাখ টাকার উন্নয়ন বরাদ্দের চিঠি বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নুরজাহান খানম বরাদ্দপত্র সংশ্লিষ্টদের হাতে তুলে দেন।
এ সময় জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, মাফলুকাতুর রহমান সাজু, খলিলুর রহমান, মাহবুবুর রহমান মোল্লা, আবু মুছা, সিরাজুল ইসলাম, শফিউল কবির, জাফর আলী, হাসিনা খাতুন, কাজল রেখা, তানিয়া বেগম ও মিতা খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের অর্থায়নে গৃহীত প্রকল্পগুলো হলো, জেলা পুলিশ চুয়াডাঙ্গার তত্ত্বাবধানে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপনে ১ লাখ টাকা, কোর্ট জামে মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা, আদর্শ উচ্চ বালিকা উন্নয়নে ১ লাখ টাকা, বেলগাছি বায়তুল ফালাহ জামে মসজিদের ওযুখানা/শৌচারগার নির্মাণে ১ লাখ টাকা, বেলগাছি দুর্গা মন্দির উন্নয়ন ১ লাখ টাকা, সুমিরদিয়া স্কুলপাড়া নতুন মসজিদ উন্নয়নে ১ লাখ টাকা, বুজরুকগড়গড়ি বায়তুল মওলা কবরস্থান উন্নয়নে ১ লাখ টাকা, হাজরাহাটি-তালতলা মাধ্যমিক বিদ্যালয় উন্নয়নে ১ লাখ টাকা, সাতগাড়ি দক্ষিণ গোরস্থানপাড়া জান্নাতুল মাওয়া কবরস্থানে লাশ রাখার ঘর মেরামত ১ লাখ টাকা, উদ্দীপন ক্লাবের ঘর/সীমানা পাঁচিল নির্মাণ ১ লাখ ৫০ হাজার টাকা, গুলশানপাড়ার বায়তুন নাজাত জামে মসজিদ উন্নয়ন ১ লাখ টাকা, আদর্শ মহিলা (কওমী) মাদরাসা উন্নয়ন ১ লাখ টাকা, দামুড়হুদার দারুস সুন্নাহ ইসলামীয়া মাদরাসা উন্নয়ন ২ লাখ টাকা ও জেলা পরিষদের মসজিদ নির্মাণ ২ লাখ টাকার বরাদ্দ পত্র দেয়া হয়েছে।
এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম সংশ্লিষ্টদের ব্যক্তিদের প্রকল্পের কাজ সঠিকভাবে গ্রহণের দিক নির্দেশনা প্রদান করেন।