দামুড়হুদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস-২০১৮ যথাযথ মর্যদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে ওই প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, মোহাম্মদ আলী শাহ মিন্টু, শরীফুল আলম মিল্টন, খলিলুর রহমান ভুট্টু, আজিজুল হক, শফিকুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম, দামুড়হুদা বাসস্ট্যান্ড বাজার কমিটির সভাপতি আশরাফুল আলম, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর জাহান খাতুন, দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, যুবলীগ নেতা সেলিম উদ্দীন বগা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমুখ। সভায় রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ এবং ২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় প্রভাতফেরী শেষে শহীদ মিনার পাদদেশে আলোচনাসভা ও সাস্কৃতিক অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।