দর্শনা পুলিশ ও বিজিবির মাদকবিরোধী পৃথক অভিযান ফেনসিডিল ও গাজাসহ ওয়াসিম এবং বাচ্চু আটক

দর্শনা অফিস: দর্শনা পুলিশ ও বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়েছে। পৃথক অভিযানে ফেনসিডিলসহ ওয়াসিম পুলিশের হাতে ও গাঁজাসহ বাচ্চু বিজিবির হাতে আটক হয়। থানায় বিজিবি-পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েনের নেতৃত্বে এএসআই মনির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা হল্টস্টেশন এলাকায়। এসময় পুলিশ হল্টস্টেশন টাওয়ারপাড়ার সাজাহান আলীর ছেলে ওয়াসিমকে গ্রেফতার করে। পুলিশ বলেছে, গ্রেফতারকৃত ওয়াসিমের কাছ থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এএসআই মনির হোসেন বাদী হয়ে গতকালই দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এ দিকে গত রোববার রাত দেড়টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেনের নেতৃত্বে আইসিপি ক্যাম্পের হাবিলদার ইকবাল হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান জয়নগর মাঠে। এসময় বিজিবির হাতে আটক হয় দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের আইন জোয়ার্দ্দারের ছেলে বাচ্চু মিয়া। বাচ্চুর কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধারের তথ্য দিয়েছে বিজিবি। এ ঘটনায় হাবিলদার ইকবাল হোসেন বাদী হয়ে গতকাল সোমবার বাচ্চুর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।