বাড়ছে চালের দাম

আহাদ আলী মোল্লা

বয় না গতর খিদে পেটে
যাই ধুঁকিয়ে খেটে খেটে
গা চলে না পা চালে না
করছি তবু কাম;
গেলাম মলাম দিনে দিনে
বাড়ছে চালের দাম।

চাল কিনতে থলে নিয়ে
বিকেল বেলা হাটে গিয়ে
ওরে বাবা এ কী হলো
ছোটে দেহের ঘাম;
গেলাম মলাম দিনে দিনে
বাড়ছে চালের দাম।

মোটা চালের মূল্য এ কী
চিকন চালের গায়ে দেখি
ভীষণ রকম গরম ছুঁয়ে
ভুলি বাপের নাম;
গেলাম মলাম দিনে দিনে
বাড়ছে চালের দাম।

সূত্র (কুষ্টিয়ায় ফের বেড়েছে চালের দাম)