শোক আর গৌরবের অমর একুশে আজ

চুয়াডাঙ্গা-মেহেরপুরসহ সারাদেশে প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন
মাথাভাঙ্গা ডেস্ক: আজ অমর একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষার অধিকার চাওয়া বাঙালির রক্তস্রােতে ভেসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা পাওয়ার দিন। একুশে প্রহর তথা গতরাত ১২টা ১মিনিটে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে জাতির পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/আমি কি ভুলিতে পারি…’ বাজানো হয়। তারা ফুল দেয়ার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফুল দেন শহীদ বেদীতে। বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর মন্ত্রিপরিষদের সদস্য ও দলের শীর্ষ নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবেও কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাদেশসহ সারাবিশ্ব আজ মৃত্যুঞ্জয়ী ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবে। বিশ্বসত্তার শিকড়ে শিকড়ে আজ জেগে উঠবে প্রাণের চাঞ্চল্য। ধ্বনিত হবে ভাষা শহীদদের স্মরণে লেখা অমর গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশের শহীদ মিনারগুলো ভরে উঠবে ফুলে ফুলে। খালি পায়ে জনতার মিছিল এসে মিলিত হবে শহীদ মিনারের পাদদেশে। শ্রদ্ধায়, ভালোবাসায় পালিত হবে ঐতিহাসিক এ দিন।
আজ ভাষাসৈনিক সালাম, বরকত, রফিক, শফিউদ্দিন, জব্বারের রক্তের পথ ধরে পাওয়া স্বাধীনতার শত্রুদের বিচারের মাধ্যমে রক্তঋণ শোধ করার দিন। সময়ের সেই সাহসী সন্তানদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানোর দিন। আজ পরাধীনতার শৃঙ্খল ছিঁড়ে মায়ের মুখের মধুর ভাষা বাংলাকে নিজের করে পাওয়ার দিন, আজ অঙ্গীকারে দৃপ্ত একুশে ফেব্রুয়ারি।
নিকষ কালো অন্ধকার রাতের পর ভোরের কুয়াশা চিরে পুবের আকাশে আজ উঁকি দেবে যে সূর্য, তা যেন রক্তিম আজ ভাষা শহীদদেরই রক্তে। ফাল্গুনের রক্তরঙের পলাশ প্রতীক মহিমা এ দিনের। শহীদ মিনারে মিনারে কোমল পাপড়ি মেলে সুবাস ছড়াবে গাঁদা, গোলাপসহ হাজারও ফুল। শহর-নগর-বন্দরে-গ্রামে উচ্চারিত প্রভাতফেরির যে ভাষা সে আমার মায়ের ভাষা। হারানো স্বজনের জন্য কেঁদে উঠবে মন। অশ্রুতে সিক্ত হবে শহীদ মিনারের প্রতিটি ফুল।
একুশের রক্তস্নাত পথ বেয়েই কালক্রমে একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মানে হলো ভূষিত। কেবল বাঙালি নয়, নিজ ভাষা নিয়ে গর্বিত প্রতিটি জাতি আজ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নিজের মাতৃভাষা অর্থাৎ ৬ হাজার ৩১০টি ভাষার মানুষ নিজ নিজ ভাষার প্রতি সম্মান প্রদর্শন করবে। ২০০০ সাল থেকে একুশে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে।
চুয়াডাঙ্গায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি প্রকাশ করা হয়েছে। গতরাত ১২টা ১মিনিটে জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের নেতৃত্বে জেলা প্রশাসন শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জসিম উদ্দিন ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমদ উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানমের নেতৃত্বে চুয়াডাঙ্গা সরকারি কলেজে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পর্যায়ক্রমে চুয়াডাঙ্গা পুলিশ বিভাগের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন, এর অঙ্গসংগঠনের মধ্যে আওয়ামী মহিলা লীগ সভানেত্রী কোহিনুর বেগম, জেলা যুবলীগ আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ও যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান জিল্লুর নেতৃত্বে, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক এবং সাধারণ সম্পাদক জানিফের নেতৃত্বে পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এছাড়াও শ্রমিকলীগ, কৃষকলীগও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। জেলা যুবলীগের ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগেও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। অগ্রভাগে ছিলেন আরেফিন আলম রনজু, আব্দুল কাদের, রাসেদুজ্জামান বাকী, সিরাজুল ইসলাম আসমান প্রমুখ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা ইউনিট জেলা কমান্ডার আবু হোসেনের নেতৃত্বে, চুয়াডাঙ্গা পৌর পরিষদ, সিভিল সার্জন, ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা সরকারি কলেজ, আদর্শ সরকারি মহিলা কলেজ, সদর উপজেলা প্রশাসন, চুয়াডাঙ্গা পৌর কলেজ, জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও জাতীয়পার্টি ও এর অঙ্গসংগঠন, জাতীয় সামাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের ওয়ার্কাসপার্টি ও এর অঙ্গসংগঠন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের ইউনিট অফিসার সাঈদ শামীম রহমানের নেতৃত্বে মহান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন ও সাধারণ সম্পাদক রাজীব হাসান কচির নেতৃত্বে এবং বাংলাদেশ সাংবাদিক সমিতি চুয়াডাঙ্গা ইউনিটের সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহ আলম সনির নেতৃত্বে পৃথকভাবে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ.স.ম. আব্দুর রউফের নেতৃত্বে মহান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। সাহিত্য পরিষদ, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ শিক্ষক অভিভাবক ফোরাম চুয়াডাঙ্গা জেলা শাখা, বাংলাদেশ জাসদ জেলা শাখা, দৈনিক মাথাভাঙ্গা, গণপূর্ত বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা, জামান গ্রুপ, জেলা আনসার কমান্ডার, জেলা পরিসংখ্যান কার্যালয়, জেলা স্কাউট, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতি, বাংলাদেশ যুবমৈত্রী মহান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, সরোজগঞ্জ আঞ্চলিক শাখা আওয়ামী লীগ ও যুবলীগের উদ্যোগে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সদস্য চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আশাদুল হক আশা, জেলা আওয়ামী লীগের সদস্য শাহাজান আলী পচা, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবলীগের যুগ্মআহ্বায়ক নিলুয়ার হোসেন, সরোজগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি হাশেম আলী, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম রানা, শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগের সহসভাপতি সবুর হোসেন ,নতুন ভান্ডারদহ জয় আদর্শক্লাবের সভাপতি সুজন মিয়া, সরোজগঞ্জ উন্নয়ন সংঘের সভাপতি আক্তার হোসেন, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন রনি, জলিবিলা উন্নয়ন সংঘের সাধারণ সম্পাদক শামিম রেজা, শাহাপুর সানমুন ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম নান্টু মিয়া সহসভাপতি মোফিজুর রহমান, সুমন রেজা, নুসতার জাহান তুলপি,প্রমুখ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুন, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, সমাজসেবা অফিসার আবু তালেব, আলমডাঙ্গা থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান, উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি, নির্বাচন অফিসার আবু আনছার, শহীদ মিনারের বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, মুক্তিযোদ্ধা ডা. সাহাবুদ্দিন আহমেদ সাবু ও নূর মোহাম্মদ জকু পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়াও আলমডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জেলা নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান, হেলাল উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি খালেদুর রহমান অরুণ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, আমিরুল ইসলাম মন্টু, প্রশান্ত অধিকারী, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, বিআরডিবি চেয়ারম্যান মহিদুল ইসলাম মুহিত, ইন্দ্রজিৎ দেব শর্মা, অ্যাড. মকলেছুর রহমান, লিয়াকত হোসেন মোল্লা লিপু প্রমুখ।

পৌর আওয়ামী লীগের সভাপতি আবু মুসা ও সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, আব্দুল আলীম, প্রচার সম্পাদক রেজাউল হক তবা, জাহাঙ্গীর প্রমুখ। এরপর আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনুর নেতৃত্বে পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, জহুরুল ইসলাম স্বপন, আব্দুল গাফফার, আলাল আহমেদ, মতিয়ার রহমান ফরুক, সদর উদ্দিন ভোলা, জাহিদুল ইসলামসহ সকল পৌর কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত হয়ে পুষ্পমাল্য অর্পণ করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত লুৎফুল কবীর, এসআই একরামুল, জিয়াউর রহমানসহ আলমডাঙ্গা থানা পুলিশ পুষ্পমাল্য অর্পণ করে। জেলা যুবলীগের পক্ষ থেকে জেলা যুবলীগের সদস্য পৌর কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপনের নেতৃত্বে উপজেলা যুবলীগের আহ্বায়ক আহসান উল্লাহ, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর আব্দুল গাফফার, সম্পাদক আনোয়ার হোসেন সোনাহার, আসাদুল হক ডিটু, সাইফুর রহমান পিন্টু, আবু সাঈদ টগর পুষ্পমাল্য অর্পণ করে। উপজেলা যুবলীগের পক্ষে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন ও শাহিন রেজা শাহিনের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করে। পৌর যুবলীগের পক্ষ থেকে পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর আব্দুল গাফফার, সম্পাদক আনোয়ার হোসেন সোনাহারের নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করে। সাবেক ছাত্রলীগের পক্ষ থেকে মোল্লা জাফর, রেজাউল, আবু ডালিম, বাবু মুন্সি প্রমুখ পুষ্পমাল্য অর্পণ করে। এরপর উপজেলা ছাত্রলীগের সভাপতি সালমুন আহমেদ ডন ও কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল ইসলাম এবং পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকারের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের সম্পাদক আলাল আহমেদ, ভারপ্রাপ্ত সম্পাদক তমাল, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, বাদশা প্রমুখ পুষ্পমাল্য অর্পণ করে। কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে সম্পাদক সেলিম রেজা তপনের নেতৃত্বে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান, সাবেক কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সোহেল রানা শাহিন, কাফি প্রমুখ পুষ্পমাল্য অর্পণ করে। জেলা জাসদের আহ্বায়ক সাবেক পৌর চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম সবেদ আলী ও উপজেলা জাসদের সভাপতি গোলাম সারোয়ারের নেতৃত্বে জাসদ নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুর জব্বারের নেতৃত্বে সহসম্পাদক কামরুজ্জামান বকুল, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজিবার চেয়ারম্যান, পৌর সাংগঠনিক সম্পাদক মিল্টন মল্লিক, হাসানুজ্জামান, আইনাল হোসেন, ফরহাদ হোসেন, শরিফুল ইসলাম, আসাদুজ্জামান মিন্টু, লাল চাঁদ, হাফিজুর রহমান চমক, জন্টু, মমিন প্রমুখ নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ও সাবেক পৌর মেয়র জেলা বিএনপি নেতা মীর মহিউদ্দীনের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। অনুরূপভাবে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহিদ হোসেন রেন্টু ও সম্পাদক আব্দুর রশিদসহ পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর আলমডাঙ্গা কলেজ, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়, আলমডাঙ্গা সিদ্দিকীয়া আলিম মাদরাসা, মুক্তিযোদ্ধের চেতনায় তরুন প্রজন্ম, আলমডাঙ্গা সয়ম্ভর লাইব্রেরি, সামাজিক সংগঠন দেখি বাংলার মুখ, মিনিস্টার মাইওয়ান শোরুমের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, প্রথমেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর পর্যায়ক্রমে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ, দামুড়হুদা মডেল থানা, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা কৃষকলীগ, উপজেলা যুবলীগ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামুড়হুদা প্রেসক্লাব, উপজেলা জাতীয় পার্টি, উপজেলা যুবলীগ (হুইপ-নজরুল মল্লিক গ্রুপ), উপজেলা ছাত্রলীগ, অ্যালোন স্কাইভিউ, ড্রিম সেন্টার পাবলিক লাইব্রেরি ও তথ্য প্রযুক্তি কেন্দ্র, দামুড়হুদা স্পোর্টিং ক্লাব, দামুড়হুদা ইয়াং স্টার ক্লাব বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আব্দুল ওদদু শাহ ডিগ্রি কলেজের প্রিন্সিপাল কামাল উদ্দীন, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মাস্টার, অ্যাড. রফিকুল আলম রান্টু, সিরাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সন্টু, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান, সহসভাপতি মোজাম্মেল শিশির, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, উপসহকারী প্রকেীশলী (দুর্যোগ) নূরুজ্জামান, উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, জেলা পরিষদ সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নান ছোট, সাধারণ সম্পাদক হযরত আলী, উপজেলা যুবলীগের আহ্বায়ক (হুইপ গ্রুপ) অ্যাড. আবু তালেব, অ্যালোন স্কাইভিউ ডিস ক্যাবলের পরিচালক আশাদুর রহমান বাদশা, যুবলীগ নেতা শাহীন উদ্দীন, আব্দুল হালিম ভুট্টু, মুনছুর আলী, সাহেব আলী, শরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, এমরাজ উদ্দীন খোকন, শরীফ উদ্দীন, সুজন, প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোখলেছুর রহমান ও সমবায় পরিদর্শক হারুণ অর রশিদ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি ও থানা অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জীবননগর থানার ওসি মাহমুদুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ, সামসুল আলম ছাত্তারের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, মেয়র জাহাঙ্গীর আলমের নেতৃত্বে জীবননগর পৌরসভা, গোলাম মোর্তুজার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, মোশাররফ হোসেন মিয়া, নজরুল মল্লিক ও উপাধ্যক্ষ নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের অপরাংশ, আবু মো. আব্দুল লতিফ অমলের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, মোসাবুল হক লিটন ও সালাহ উদ্দিন কবীরের নেতৃত্বে জেলা যুবলীগ, আব্দুস সালাম ঈশা ও খায়রুল বাসার শিপলুর নেতৃত্বে উপজেলা যুবলীগ, ছোট বাবু ও মজিবর রহমানের নেতৃত্বে পৌর যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, আক্তারুজ্জামানের নেতৃত্বে উপজেলা বিএনপি, শাহজাহান কবীরের নেতৃত্বে পৌর বিএনপি, মোসাব কাক্কা ও হানেহারের নেতৃত্বে জাতীয় পার্টি, আব্দুর রশিদের নেতৃত্বে বাংলাদেশ জাসদ, সাংবাদিক এমআর বাবুর নেতৃত্বে জীবননগর প্রেসক্লাব, সাংবাদিক আতিয়ার রহমানের নেতৃত্বে জীবননগর সাংবাদিক সমিতি, অধ্যক্ষ আলী আখতারের নেতৃত্বে জীবননগর ডিগ্রি কলেজ, আদর্শ মহিলা কলেজ, প্রধান শিক্ষক মুন্সী আব্দুস সামাদের নেতৃত্বে জীবননগর পাইলট হাইস্কুল, আবু মো. আব্দুল লতিফ অমলের নেতৃত্বে জীবননগর সাহিত্য পরিষদ, মোমিন উদ্দিনের নেতৃত্বে প্রমিত বাংলা পরিষদ, তকারুজ্জামান ও সুলতান আহমেদের নেতৃত্বে জীবননগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি, আশরাফুল মডেল একাডেমি, আকলিমা প্রি-ক্যাডেট স্কুল, শাইন ক্লাব, কাজি হাসানুজ্জামান বাবুলের নেতৃত্বে জীবননগর বাস-ট্রাক মালিক সমিতি, মিজানুর রহমান মিজার নেতৃত্বে জীবননগর মোটর শ্রমিক ইউনিয়ন ও অন্বেশা রক্তদান সমিতিসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।
হাসাদাহের শহীদ বেদীতে জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম নান্নুর নেতৃত্বে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণসহ উপজেলার আন্দুলবাড়িয়া, উথলী, রায়পুর, হাসাদাহ, বাঁকা, সীমান্ত, মনোহরপুর ও কেডিকে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শহীদ বেদীতে মহান একুশ আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, ক্লাব ও সংগঠন শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে বলে খবর পাওয়া গেছে।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানস্থ শহীদ স্মৃতি সৌধে পুষ্পমাল্য অর্পণ করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। এরপর পর্যায়ক্রমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার আনিছুর রহমান, জেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, জেলা মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক কমান্ডার বশির আহম্মেদ, পৌরসভার পক্ষে মেয়র মাহফুজুর রহমান রিটন, ভাষা শহীদদের পক্ষে ভাষাসৈনিক ইসমাইল হোসেন, জেলা আওয়ামী লীগের পক্ষে সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ও যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, জেলা কৃষকলীগের পক্ষে সভাপতি মাহাবুব আলম শান্তি, জেলা যুবলীগের পক্ষে যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম পেরেশান, জেলা ছাত্রলীগের পক্ষে আব্দুস সালাম বাঁধন, জেলা জাতীয় পার্টির পক্ষে সভাপতি আব্দুল হামিদ, মেহেরপুর প্রেসক্লাবের পক্ষে সভাপতি আল আমিন হোসেন, জেলা সিহিত্য পরিষদের পক্ষে সভাপতি প্রভাষক নূরুল আহমেদ, জেলা শিল্পকলার পক্ষে সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, জেলা উদীচীর পক্ষে সভাপতি ফৌজিয়া আফরোজ তুলি, পৌর কলেজের পক্ষে অধ্যক্ষ ইকরামুল আজিম, আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষে অ্যাড. মিয়াজান আলী প্রমুখ। এছাড়া মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু সৈনিক লীগ, শেখ রাসেল স্মৃতি সংসদ, জেলা তাঁতী লীগ মেহেরপুর সরকারি কলেজ, মহিলা কলেজ, জেলা আইনজীবী সমিতি, পাবলিক লাইব্রেরি, অরণী থিয়েটার, জাগো মেহেরপুর, মৃত্তিকা গ্রুপ থিয়েটার, প্রথম আলো বন্ধুসভা এছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
অপরদিকে, মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনারে শহীদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন আহম্মেদ চুন্নু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান ও সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত খোকন ও দলীয় নেতাকর্মী, ইউনিয়ন কৃষকলীগের পক্ষে ফুল দেন আহ্বায়ক মাহাবুল হকসহ সংগঠনের নেতাকর্মী। এরপর শহীদ বেদীতে ফুল দেন জেলা বিএনপির সহসভাপতি ওমর ফারুক লিটন ও দলীয় নেতাকর্মী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক আমঝুপি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও আকতার হোসেন, ডা. বাবর আলীসহ দলীয় নেতাকর্মী। ইউনিয়ন যুবলীগের সভাপতি সামসুজ্জামান চমন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, এরপর ফুল দেন আমঝুপি ইউনিয়ন ছাত্রলীগ, জাতীয়তাবাদী ছাত্রদল আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরি আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় বাজার কমিটি, জোয়ার্দ্দারপাড়া যুব সংগঠন।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, মুজিবনগরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার। পরে মুজিবনগর থানার পক্ষে এসআই সুব্রত কুমার পাল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে কমান্ডার আব্দুল জলিল, উপজেলা আওয়ামী লীগের পক্ষে মুজিবনগর উপজেলা আ.লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস ও সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, উপজেলা ছাত্রলীগের পক্ষে সভাপতি হেলাল উদ্দীন ও সম্পাদক শেখ সাকিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষে মতিউর রহমান মতিন, উপজেলা যুবলীগের পক্ষে সভাপতি কামরুল হাসান চাঁদু, উপজেলা কৃষকলীগের পক্ষে সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক মনিরুজ্জামান টিটু, বাগোয়ান ইউপি পরিষদের পক্ষে চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি পরিষদের পক্ষে মফিজুর রহমান, দারিয়াপুর ইউপি পরিষদের পক্ষে তৈফিকুল বারী বকুল, জেলা পরিষদের সদস্য আজিমুল বারী মুকুল ও শাহিন উদ্দীন, মুজিবনগর প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক শেখ সফি পুষ্পার্ঘ অর্পণ করে। এছাড়াও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করা হয়।