কমে আমার দাম

আহাদ আলী মোল্লা

বাড়ছে আবার তেলের মূল্য
শুনেই চোখে জল,
হেসে হেসে ঠাট্টা করে
ডিজেল ও পেট্রল।

বাসের ভাড়াও বাড়বে আবার
কলকাঠিও নাড়বে আবার
চাল-ময়দার বাজার,
হাট-মার্কেট হবে তাবৎ
রানী এবং রাজার।

গ্যাসের দামও পাল্লা দিয়ে
বাড়বে এবার ঠিকই;
কিন্তু বলো বাংলাদেশে
সস্তা হবে কী কী?

সস্তা হবে শ্রমিক মজুর
গরিব লোকের ঘাম,
গব জিনিসের মূল্য বাড়ে
কমে আমার দাম।
সূত্র (জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ)