চুয়াডাঙ্গায় বিপি দিবস ও রোভার স্কাউট দিবস পালন

স্টাফ রিপোর্টার: ‘শতবর্ষে রোভারিং সুনাগরিক প্রতিদিন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিপি দিবস ও রোভার স্কাউট দিবস পালন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ দিবস পালন করা হয়। দিবসের শুরুতেই সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি চুয়াডাঙ্গা সরকারি কলেজে এসে শেষ হয়। র‌্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষ ও জেলা রোভার স্কাউটসের কমিশনার প্রফেসর কামরুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটসের সভাপতি জিয়াউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা রোভার স্কাউটসের সহসভাপতি আব্দুর রাজ্জাক, জেলা রোভার স্কাউটসের সম্পাদক আবু হাসান, জেলা রোভার স্কাউটসের যুগ্ম সম্পাদক জাহিদুল হাসান, জেলা রোভার স্কাউটসের লিডার আবু নানির, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক দেলোয়ার হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটসের সহকারী কমিশনার উবাইদুল ইসলাম তুহিন, বিভিন্ন কলেজের শিক্ষক ও রোভার স্কাউট লিডারসহ জেলার বিভিন্ন কলেজ থেকে ১৬০ রোভার ও গার্ল ইন-রোভার সদস্য অংশ নেন। পরবর্তীতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।