সড়ক অবরোধ করে আলমসাধুচালকদের বিক্ষোভ

আলমডাঙ্গা-সরোজগঞ্জ সড়কে লেগুনা চলাচল বন্ধের দাবি

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা-সরোজগঞ্জ সড়কে লেগুনা চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন আলমসাধু চালকরা। গতকাল শুক্রবার প্রায় ২ শতাধিক আলমসাধু চালক সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা-সরোজগঞ্জ সড়কের বেলগাছি গ্রামে তারা এ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভকারী আলমসাধুচালকরা জানিয়েছেন, আলমডাঙ্গা-সরোজগঞ্জ সড়কে প্রতিদিন প্রায় ২ শতাধিক আলমসাধু চলাচল করে। তাদের সকলের বাড়ি আলমডাঙ্গার হাউসপুর, বেলগাছি, খেজুরতলা, ভেদামারী, জাহাপুর, খাসকররাসহ আশপাশের গ্রামে। এরা বিভিন্ন এনজিও থেকে কিস্তিতে লোন তুলে আলমসাধু কিনেছেন। এরই মধ্যে গত ২ দিন ধরে তাদের ভাগ্যে দুর্যোগ নেমে এসেছে। আলমডাঙ্গা সরোজগঞ্জ সড়কে ১০টি টাটা কোম্পানির সাথী লেগুনা নিয়মিত চলাচল শুরু করেছে। চুয়াডাঙ্গা শহরের টেঙ্গর মিয়া ওই লেগুনাগুলোর মালিক। আলমডাঙ্গা-সরোজগঞ্জ সড়কে লেগুনা চলাচল বন্ধের দাবিতে গতকাল শুক্রবার দুপুরে আলমসাধু পরিবহনের চালকরা সড়ক বন্ধ করে বিক্ষোভ করেন। বেলগাছি গ্রামে তারা সমবেত হয়ে ওই বিক্ষোভ করেন। ওই সড়কে লেগুনা চলাচল বন্ধ না হলে কৃষকের পণ্য বহন বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছেন আলমসাধুচালকরা।