আলমডাঙ্গায় কাউন্সিলর কর্তৃক পৌর সচিবকে শারীরিক লাঞ্ছিতের প্রতিবাদে মানববন্ধন

?

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক পৌর সচিবকে শারীরিক লাঞ্ছিতের ঘটনায় পৌর কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আলিফ উদ্দিন রোড মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আলমডাঙ্গা পৌরসভার সচিব রাকিবুল ইসলামকে শারীরিক লাঞ্ছিত করায় কাউন্সিলর জাহিদুল ইসলামের বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের আলিফ উদ্দীন রোড মোড়ে পৌর কর্মচারীরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেন। ওই মাবনবন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার লিপু, হাফিজুর রহমান, নসিম উদ্দিন, শরিফুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার আলমডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম পৌর সচিব রাকিবুল ইসলামের রুমে গিয়ে হাট-বাজার ইজারা সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। পৌর সচিব তাকে কাগজপত্র না দেখালে বাগবিত-ার একপর্যায়ে জাহিদুল ইসলাম তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। সে সময় সচিবের সাথে হাতাহাতি শুরু হলে পৌর কর্মচারীরা দুজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যান। পরে এ ঘটনায় থানায় ও মেয়রের নিকট লিখিত অভিযোগ করা হয়। পৌর কর্মকর্তা-কর্মচারীরা কাজকর্ম বন্ধ করে দিলে পৌর মেয়রের পরামর্শে কাউন্সিলরগণ তাদের সাথে বসেন। আপস-মিমাংসা শর্তে পরে তারা পুনরায় কাজ শুরু করেন।
ছবিঃ আলমডাঙ্গা পৌর কর্মচারীদের মানববন্ধন।