চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ভুট্টা বোঝাই ট্রাক খাদে : আহত ২

?

বেগমপুর প্রতিনিধি: দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়ায় বিজিবির পিকাপ ভ্যান বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভুট্টা বোঝাই ট্রাক খাদে পড়েছে। অল্পের জন্য রক্ষা পেয়েছে বিজিবি’র পিকাপ ভ্যান। এতে আহত চালক ও হেলপারকে উদ্ধার করে নেয়া হয় জীবননগর হাসপাতালে।

জানা গেছে, জীবননগর থেকে ছেড়ে আসা মেসার্স মা-বাবা রাইস মিলের একটি ভুট্টা বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-২০৭৩) চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিলো। গতকাল শুক্রবার সকাল পৌঁনে ৯টার দিকে ট্রাকটি দর্শনা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়া তমালতলার ইজাজুলের বাড়ির সামনে পৌঁছুলে বিজিবি’র একটি মিনি পিকাপ ভ্যান (ঝিনাইদহ-ম ১১-০০১০) ট্রাকটিকে অতিক্রম করতেই চাকা পাঙচার হয়ে যায়। পেছনে আসা ভুট্টা বোঝাই ট্রাক বিজিবি’র পিকাপ ভ্যানকে বাঁচাতে গিয়ে সাধ্যমত ব্রেক মারে। তাতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, চালক ট্রাকটি এমনভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যে ট্রাকটি পুনরায় ঘুরে জীবননগর অভিমুখ হয়ে যায়। চালক জীবনের ঝুঁকি নিয়ে নিয়ন্ত্রণ না করলে হয়তো বড়ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। এ ঘটনায় চালক আজাদ হোসেন ও হেলপার আমিনুর রহমান বকুল আহত হয়। আহতদের উদ্ধার করে নেয়া হয় জীবননগর হাসপাতালে। এ দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দর্শনা লোকনাথপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট। ঝিনাইদহের খালিশপুর-৫৮ বিজিবি সেক্টরের হাবিলদার মোশারফ হোসেন বলেন, পিকাপে করে ৩ বিজিবি সদস্য নিয়ে কুষ্টিয়া সেক্টরের উদ্দেশে যাচ্ছিলাম। পথি মধ্যে ঘটে এ ঘটনা। তবে অল্পের জন্য আমরা রক্ষা পেয়েছি। যদিও পিকাপের সাথে ট্রাকটির সামান্য ধাক্কা লেগেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে ভুট্টা বোঝাই ট্রাক থেকে ভুট্টাগুলো অন্য একটি ট্রাকে করে সরিয়ে ফেলা হয়।