চুয়াডাঙ্গার ঝাঝরি গ্রামে জমি নিয়ে বিরোধের জের একই পরিবারের ৪ নারীকে পিটিয়ে আহত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ঝাঝরি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৪জন নারীকে পিটিয়ে আহত করা হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
আহতদের শয্যাপাশে থাকা পরিবারের সদস্যরা বলেন, জেলা সদরের আড়িয়ার মাঠে তাদের দেড়বিঘা জমি আছে। ওই জমি থেকে ৪২ শতক জমি কেনে ঝাঝরি গ্রামের কিতাব আলীর ছেলে রাজ্জাক। পরবর্তীতে রাজ্জাক ওই জমির সব দখলে নিয়ে চাষাবাদ করতে থাকে। জমি নিয়ে একই গ্রামের আখের আলীর সাথে বিরোধ রয়েছে। গতপরশু শুক্রবার এ বিষয়ে উভয় পরিবারের মধ্যে বাগবিত-ার সৃষ্টি হয়। একপর্যায়ে গতকাল শনিবার সকালে আকস্মিক রাজ্জাক ও তার বাড়ির কয়েকজন মিলে আখের আলীর বাড়িতে ঢুকে স্ত্রী মেহের বানু, আখের আলীর ভাই বাবর আলী ও তার স্ত্রী আলেয়া বেগম, মুলুক চাঁদের স্ত্রী রাশেদা বেগম এবং আখের আলীর বোন সুফিয়া খাতুনকে গাছের ডাল ও চলা কাঠ দিয়ে পিটিয়ে আহত করে।