বাংলাদেশ এগিয়ে চলেছে নতুনরূপে

রেলওয়ে শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্বেলনে হুইপ ছেলুন এমপি
স্টাফ রিপোর্টার: ‘মার্চ বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এ মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার উত্তরসূরী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহসী উদ্যোগে বাংলাদেশ এগিয়ে চলেছে নতুনরূপে। বাংলাদেশ রেলওয়ে সেক্টরকে ধ্বংসের মুখে ঠেলে দিতে চেয়েছিলো এক শ্রেণির দালালচক্র। সেই দালাল চক্র কারা তা বাংলাদেশের মানুষ জানে। শেখ হাসিনা সরকার গঠন করে রেলওয়ে সেক্টরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন।’ কথাগুলো বলেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। তিনি গতকাল রোববার দুপুরে বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্বেলনে এসব কথা বলেন। তিনি আরও বলেন ‘বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রতিটি জেলায় রেল লাইন স্থাপনের ঘোষণা দেন। বাংলাদেশের মানুষের যাতায়াতের যেন অসুবিধা না হয়।’ চুয়াডাঙ্গায় বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের দ্বি-বার্ষিক সম্বেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা রেলওয়ে শেন চত্বরে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের সভাপতি ও জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. হুমায়ুন কবির। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ে শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ হাবিবুর রহমান আকন্দ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন ম-ল, রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি রুহুল আমিন বাবুল, সহ-সভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেন, মোখছেদুল মোমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজিজুল হক আজিজ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ওয়ালি খান, সহ-সাধারণ সম্পাদক আজিম উদ্দীন সেন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক সরদার মিজানুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সম্বেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর। সম্মেলনে ৫ সদস্যের উপদেষ্টা কমিটির নাম ঘোষণা করা হয়। তারা হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জাতীয় শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন ম-ল ও দর্শনার রেল স্টেশনের এসএস মীর লিয়াকত আলী। পরে ৪৬ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে সভাপতি এওয়াইএফ দর্শনার আব্দুল গফুর ও সাধারণ সম্পাদক এমএস চুয়াডাঙ্গা আবুল কালাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন কার্যকরি সভাপতি ওয়াসেল শিকদার, আব্দুর রহিম, সহসভাপতি ইদ্রিস আলী, কামরুল ইসলাম, আলম আলী, আব্দুল আল মামুন, রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক ওহিদুল রহমান, মিনারুল ইসলাম, কবিউল আলম, সাংগঠনিক সম্পাদক শ্যামল, তহিনুর আহম্মদ, আহসান হাবিব, ফয়সাল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, দেলবার হোসেন, কোষাধ্যক্ষ তৌফিক আহম্মদ, দফতর সম্পাদক রহমত আলী, সহ-দফতর সম্পাদক আমিনুল ইসলাম, মিজানুর রহমান, বিপ্লব হোসেন, সহকারী দফতর জয়নাল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মশিউর রহমান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আফজাল হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তুষার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুস ছালাম, শ্রমিক কল্যাণ সম্পাদক শুভ্র সিকদার, ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক রনি আহমেদ, সহ ক্রীড়া সাংস্কৃতিক সম্পাদক আহসানুল হক, মহিলা বিষয়ক সম্পাদক নাজমা খাতুন, নির্বাহী সদস্য গোলাম মোস্তফা, বাদশা আলী, আশরাফুল, শেখ সুলতান, রাজ কুমার, শাহানারা খাতুন, বিজয় রাজ বংশী, জিল্লুর রহমান, আশরাফুল আলম, জামিল হোসেন, আব্দুর রাজ্জাক, সোহরাব হোসেন ও আব্দুল আলীম।