মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন সড়ক দুর্ঘটনায় আহত ওয়েভ কর্মকর্তা ডাবলু

দর্শনা অফিস: মোটরসাইকেলযোগে ওয়েভ ফাউন্ডেশনের জীবননগর কার্যালয় থেকে উথলী কার্যালয়ে আসার পথেই ঘটলো দুর্ঘটনা। দর্শনা-জীবননগর মহাসড়কের মনোহরপুরে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় জীবন দিতে হলো ওয়েভ কর্মকর্তা ডাবলুকে। টানা ৪ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেলেন ডাবলু। মিষ্টভাষি ডাবলুর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ওয়েভ কর্মকর্তারা। গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে দর্শনা পৌর এলাকার আজমপুর ‘স’মিলপাড়ার নিজাম উদ্দিনের ছেলে ওয়েভ ফাউন্ডেশনের সমৃদ্ধ কর্মসূচি প্রকল্পের সমাজ উন্নয়ন কর্মকর্তা হাসিবুজ্জামান ডাবলু (৪০) ও দর্শনা পুরাতন বাজার ক্যাম্পপাড়ার পল্টু শীলের ছেলে জগন্নাত শীল প্রলয় (২৮) মোটরসাইকেলযোগে ওয়েভ ফাউন্ডেশনের জীবননগর অফিসের সভায় অংশ নিয়ে ফিরছিলেন নিজ কর্মস্থল উথলীতে। পথিমধ্যে মনোহরপুর ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে পৌঁছুলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা পিয়ারাতলা মামা-ভাগনে বিক্সের সামনে বালুভর্তি ট্রাক্টরের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় কৌশলে চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক্টরটি উদ্ধার করা হয়। ট্রাক্টরটি জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের হেফাজতে রাখা হয়েছে। ট্রাক্টরের ধাক্কায় মারাতœকভাবে আহত হন ডাবলু ও প্রলয়। মুমূর্ষু অবস্থায় আহতদের উদ্ধার করে নেয়া হয় জীবননগর উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে দ্রুত নেয়া হয় যশোর সদর হাসপাতালে। ওই দিনই সন্ধ্যায় অবস্থা অশঙ্কাজনক দেখা দিলে হাসপাতালের চিকিৎসকরা রেফার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে প্রলয়ের অবস্থা অপরিবর্তীত হলেও টানা ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল রোববার ভোর ৪টার দিকে মারা যান ডাবলু। ডাবলুর মৃত্যু সংবাদ দর্শনায় পৌঁছুলে নেমে আসে শোকের ছায়া। শোকে মুহ্যমান হয়ে পড়ে সহকর্মীরা। গতকালই রাত সাড়ে ৮টার দিকে ডাবলুর লাশ আনা হয় নিজ বাড়িতে। এ সময় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে বাতাস। রাত ১০টার দিকে দর্শনা অঙ্কুর আদর্শ বিদ্যালয় চত্বরে নামাজে জানাজা শেষে আজমপুর গোরস্তানে বেদনা-বিধুর পরিবেশে দাফন সম্পন্ন করা হয়েছে। ডাবলুর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে, শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলি, উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেনসহ ওয়েভ ফাউন্ডেশন পরিবার।