কুষ্টিয়ায় ৩ ইটভাটায় জরিমানা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় বিএসটিআই নির্ধারিত মাপের চেয়ে অপেক্ষাকৃত ছোট মাপে ইট তৈরি ও তা বিক্রির দায়ে কুষ্টিয়ায় ৩ ইটভাটা মালিককে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর। গতকাল সোমবার দুপুরে এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান। তিনি জানান, জাতীয় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৮ ধারা মোতাবেক ইবি থানাধীন বড় বটতলা বৈদ্যনাথপুরে অবস্থিত মনিরুল ইসলামের মালিকানাধীন এমআরবি ব্রিকসকে ৫০ হাজার টাকা, সদর উপজেলার ঝাউদিয়ার ডাবলু ব্রিকসকে ৫০ হাজার টাকা ও আলামপুরের ডায়মন্ডস ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মালিকগণ দীর্ঘদিন ধরে বিএসটিআই থেকে নির্দেশিত অপেক্ষাকৃত ছোট আকারে ইট তৈরী ও বিক্রি করে আসছেন। অভিযানকালে ভাটাগুলোতে সঠিক মাপ না থাকায় প্রত্যেক ভাটা মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।