চুয়াডাঙ্গায় উন্নত পদ্ধতিতে পাট চাষ ও পাটের আঁশ উৎপাদনের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় উন্নত পদ্ধতিতে পাট চাষ ও পাটের আঁশ উৎপাদনের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার গাড়াবাড়িয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘে ওই প্রশিক্ষণের আয়োজন করে কনিকা সীড কোম্পানি লিমিটেড। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক নূর আলম লিটন। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নাঈম আস সাকীব। ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ চুয়াডাঙ্গার কৃষি অনুষদের প্রভাষক নাহিদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবায়ের মাসরুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহীন শাহনেওয়াজ রাব্বি ও কোনিকা সীড কোম্পানি লিমিটেডের প্রোডাকশন ম্যানেজার নাজিম উদ্দিন। গাড়াবাড়িয়া সমন্বিত কৃষক উন্নয়ন সংঘের ৩০ জন কৃষক প্রশিক্ষণে অংশ নেয়।
এসময় বক্তারা বলেন, কৃষি প্রধান বাংলাদেশে উৎপাদিত ফসলের মধ্যে পাটের স্থান শীর্ষে। দেশের প্রায় ৫০ লাখ কৃষক প্রায় ২০ লাখ একর জমিতে পাট চাষ করছেন। সোনালী আঁশ পাট বর্তমানে জাতীয় অর্থনীতিতে পরিবেশ বান্ধব ও পারিবারিক প্রয়োজনীয়তার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকা রাখছে। বিভিন্ন রোগ বালাইয়ের কারণে পাটের উৎপাদন যেন ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রেখে পাট চাষ ও পাটের আঁশ উৎপাদনের আধুনিক কলাকৌশলগুলো জানা জরুরি।