জীবননগরের হরিপুরে অগ্নিকাণ্ডে ৩ লক্ষাধিক টাকার মালামাল ভস্মিভূত : আহত-৩

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিপুর গ্রামে রবিউল হোসেনের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দু’টি গরু ও ৫টি ছাগলসহ প্রায় তিন লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। একই সাথে বাড়ির মালিক রবিউল হোসেন (৫০), তার স্ত্রী সুকিয়া খাতুন ও ছেলে সাইফুল ইসলাম (২৪) আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা ও ইউপি চেয়ারম্যান মঈনউদ্দিন ময়েন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা পরিষদের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে চাল, ডাল, চিড়া ও তেলসহ শুকনা খাবার দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ওই গ্রামের রবিউল হোসেনের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন মুহুর্তের মধ্যে পার্শ্ববর্তী তিনটি বসতঘরসহ গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জীবননগর থেকে অগ্নি নির্বাপক বাহিনীর গাড়ি আসার আগেই গোয়ালঘরে থাকা দু’টি গরু, ৫টি ছাগল ও বসত ঘরে থাকা টাকাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। অগ্নি নির্বাপক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুনের লেলিহান শিখায় আহত বাড়ির মালিক রবিউল হোসেন, তার স্ত্রী সুকিয়া খাতুন ও ছেলে সাইফুল ইসলামকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে ভর্তি করেন।