নিজের অধিকার

আহাদ আলী মোল্লা

নারীর প্রতি সহিংসতা
এখনো রোজ চলে,
তাদের যতো মর্যাদা তাই
ডুবছে রসাতলে।

নারী খালা নারী মা বোন
নারী সবার মান,
সেই নারীকে এই সমাজে
দিচ্ছে কে সম্মান।

আজকে নারী ধর্ষিত হয়
নির্যাতিত কাল,
আত্মহত্যা খুনখারাবির
শিকারও আজকাল।

নারী তোমরা ঘুরে দাঁড়াও
মার খেয়ো না আর,
নাও বুঝে নাও সঠিকভাবে
নিজের অধিকার।
সূত্র: (৮ মার্চ নারী দিবস)