লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখতে হবে

আলমডাঙ্গার তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হুইপ ছেলুন এমপি

জিয়াউর রহমান জিয়া: আলমডাঙ্গার তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে অবদান রাখতে হবে। তোমরা শিক্ষকসহ বড়দের সম্মান করবে। সেই সম্মান তোমাদের নিয়ে যাবে কাক্সিক্ষত লক্ষ্যে। তোমরা আজ যারা এই বিদ্যালয়ের শিক্ষার্থী সুনাগরিক হয়ে মাথা উঁচু করে বলবে আমি তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাকে গুরুত্ব দিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে বছরের প্রথম দিনে বই তুলে দিচ্ছেন; যাতে লেখাপড়া থেকে ছাত্র-ছাত্রীরা পিছিয়ে না পড়ে। এক শ্রেণির মানুষ দেশটা আবারও পিছিয়ে দেয়ার চেষ্টা করছে। যারা দেশটাকে চায় না তারা কী করে দেশের মায়া বুঝবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে কমিনিউটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলো। তিনি আরও বলেন দেশের মানুষের সেবা পাওয়ার স্থানটি যারা বন্ধ করতে পারে তারা দেশের জন্য কী করবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক দেশকে কখনোই পেছনের দিকে ফেলে দিতে পারি না।’ প্রধান অতিথি খালেদা জিয়াকে উদ্দেশে করে বলেন, মায়ের চেয়ে মাসির দরদ বেশি হতে পারে না। দেশ আজ এগিয়ে যাচ্ছে আর তিনি দেশকে পিছিয়ে দেয়ার চেষ্টা চালাচ্ছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় চত্বরে আলোচনাসভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি খাসকররা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাংগঠনিক মাসুদ-উজ্জামান লিটু, জেলা আ.লীগের সদস্য ও চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আশাদুল হক আশা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মানোয়ার হোসেন, কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন মালিতা, তিয়রবিলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মিজান, শুম্ভুনগর ক্যাম্পের ইনচার্জ কাজি বায়েজিদ, অত্র বিদ্যালয়ের সাবেক সহসভাপতি মতিয়ার রহমান, ফিরোজ আহমেদ লাটিম, খাসকররা ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলম সিদ্দিক, খাসকররা ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক বিল্লাল গনি, জেলা পরিষদের মেম্বার মাহবুবুর রহমান মোল্লা, সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকবার আলী তিয়রবিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা শাখার প্রিন্সিপাল অফিসার সামসুজ্জামান লিল্টু, পিটিএ কমিটির সভাপতি আশাবুল হক, অভিভাবক সদস্য আক্তারুল আলম, ইয়াকুব আলী, আশাদুল আলম, আবুল কালাম, ফুরকনি খাতুন, ইউপি সদস্য আশকার আলী, রাশেদা খাতুন, খাসকররা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক হাসান হাবিব প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক বজলুর রহমান ও সহকারী শিক্ষক নওশের আলী।