ভারতের লক্ষ্য ১৫৩

মাথাভাঙ্গা মনিটর: নিদাহাস ট্রফির তৃতীয় ম্যাচে ভারতকে সহজ লক্ষ্য দিয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা। নির্ধারিত ১৯ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বৃষ্টির কারণে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত পৌনে ৯টায়।

প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে হেরেছে ভারত। দ্বিতীয় ম্যাচে লাদেশকে হারিয়ে জয় পায় ভারত। নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি২০ সিরিজের ফিরতি পর্বে লঙ্কানদের হারিয়ে আজই ফাইনাল নিশ্চিত করতে চায় ভারত।

তবে ফাইনালে কোন দুটি দল খেলবে তা নিশ্চিত হবে ফিরতি রাউন্ডেই। যার প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কা। এই ম্যাচের পর অনেকটাই স্পষ্ট হয়ে যাবে ফাইনালের রাস্তা। তিন দলেরই সমান পয়েন্ট। তাহলে বাদ পড়বে কে? রানরেটের বিচারে কিন্তু সবচেয়ে ভালো জায়গায় রয়েছে শ্রীলঙ্কা। শনিবার বাংলাদেশের কাছে তারা হারলেও ছয় উইকেটে ২১৪ রান তুলেছিল। সে সুবাদে তাদের রানরেট এখন +০.২৯৭। ভারতের রানরেট সেখানে -০.০৩৫। আর তিন নম্বরে থাকা বাংলাদেশের রান রেট -০.২৩১।

শ্রীলঙ্কা যদি আজ ভারতকে আবার হারায়, ফাইনালের দিকে অনেকটাই এগিয়ে যাবে তারা। তবে বুধবারের বাংলাদেশের বিপক্ষে ম্যাচও জিততে হবে ভারতকে। তারপরও অঙ্ক থাকবে। রানরেটের ব্যাপার থাকবে। এসব অঙ্কে স্বাভাবিকভাবেই চায় না রোহিত শর্মারা।