টিপ্পনী- ভালো মানুষ খুঁজি

আহাদ আলী মোল্লা

চোরের ওপর বাটপারি হয়
চোর খেয়ে যায় ধরা,
স্বর্গ থেকে হাসে তখন
এক কুড়ি অপ্সরা।

তারাই নাকি রক্ষাকবচ
চোরকে রাখেন সৎ,
সন্ধ্যা সকাল তাদেরকে
দেন অনেক মাতামত।

চোরের পাশে চোররা থাকে
কান্দে বসে সাধু,
এসব নিয়ে চিন্তা করেন
অষ্টপহ্রর দাদু।

দাদু বলেন শোন কথা শোন
এটুক আমার পুঁজি,
খারাপ লোকের মাঝে বসেই
ভালো মানুষ খুঁজি।

সূত্র (চোরের ওপর বাটপারি করতে গিয়ে ফেঁসে গেলেন ইউপি মেম্বারসহ জড়িতরা)