দামুড়হুদায় দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দামুড়হুদা প্রতিনিধি: মেধাই সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যত’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় দু’দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান প্রধান অতিথি হিসেবে ৩৯তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা কৃষি অফিসার সুফী মো. রফিকুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার সাকী সালাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মৎস্য অফিসার আইয়ুব আলী, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, সমবায় অফিসার অশোক কুমার বিশ্বাস, একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আজিজুল হক, দামুড়হুদা পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহিদুল ইসলাম প্রমুখ। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন উপকরণ প্রদর্শন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সেলিম রেজা। সার্বিক তত্ত্ব¡াবধানে ছিলেন নাজির ওমর ফারুক ও উপজেলা আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার।