দিবারাত্রির টেস্টে ৫৮ রানে অলআউট ইংল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: নিজেদের সবসময় বিশ্ব ক্রিকেটের নীতিনির্ধারকভাবে ইংলিশরা। বিগ থ্রির এ সদস্য দেশটিই দিবারাত্রির টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮ রানে অলআউট হয়েছে। টেস্টের এক ইনিংসে ১০০ রানের নিচে এ নিয়ে ৩৪বার এ রকম লজ্জায় পড়তে হয় ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ডের। গতকাল বুধবার অকল্যান্ড টেস্টের টসে হেরে আগে ব্যাট করতে নেমে ট্রেন্ট বোল্ট এবং টিম সাউদির গতির মুখে পড়ে বিধ্বস্ত হয় সফরকারী ইংল্যান্ড। মাত্র ২৭ রানেই ৯ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পড়ে যায় জো রুট বাহিনী।

দলের এমন কঠিন পরিস্থিতি দেখে স্কোরটাকে টেনে লম্বা করার জন্য টি-টোয়েন্টির স্টাইলে ব্যাটিং করেন কভারটন। তার ২৫ বলের করা অপরাজিত ৩৩ রানে শেষ পর্যন্ত ৫৮ রান তুলতে সক্ষম হয় তারা। নিউজিল্যান্ডের হয়ে ১০.৪ ওভার বোলিং করে ৩২ রানে ৬ উইকেট নেন ট্রেন্ট বোল্ট। এছাড়া ১০ ওভারে ২৫ রানে ৪ উইকেট নেন টিম সাউদি।

জবাবে প্রথম ইনিংসে অধিনায়ক কেন উইলিয়াম সনের অপরাজিত ৯১ রানে ভর করে প্রথম দিনের খেলা শেষে ৩ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।