বাঁকায় বিএনপি ও রায়পুরে জামায়াত প্রার্থীর অভিযোগ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার বাঁকায় বিএনপি চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মুন্সী তার এক কর্মীকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়ার অভিযোগ করেছেন। অপরদিকে, রায়পুরে জামায়াত সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজহাম্মদ আলী হয়রানী করতে তার এক কর্মীকে পুলিশ অযথা গ্রেফতার করছে বলে গতকাল বৃহস্পতিবার অভিযোগ করেছেন।
বাঁকায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম মুন্সীর অভিযোগ, গতকাল রাতে তিনি নির্বাচনী প্রচারণা শেষে চলে যাওয়ার পর রাখাল শাহের মাজারের নিকট তার কর্মী পেয়ারতলার রুবেলকে মারপিট করে মাথা ফাঁটিয়ে দেয়া হয়। আহত রুবেলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আব্দুল কাদের প্রধানের কর্মীরা এ মারপিটের ঘটনা ঘটায় বলে অভিযোগ করা হয়েছে। এর আগে নির্বাচনী ক্যাম্প সরিয়ে নেয়ারও হুমকি প্রদান করা হয় বলে অভিযোগ। অপরদিকে, রায়পুর ইউনিয়নে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী অভিযোগ করেছেন, নির্বাচনী মাঠে হয়রানী করেতে রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারিকে রায়পুর ফাঁড়ি পুলিশ আটক করেছেন। এ ঘটনায় তার কর্মীরা ভীত হয়ে নির্বাচনী মাঠে যেতে সাহস করছে বলে অভিযোগ করা হয়েছে।