চুয়াডাঙ্গায় ইন্টারনেটের একাংশের ওপর চরম নাশকতা চালিয়েছে দুর্বৃত্ত দল

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মেহেরপুরে ইন্টারনেট সংযোগের একাংশের ওপর চরম নাশকতা চালিয়েছে একদল দুর্বৃত্ত। গতপরশু রাতে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা-মুন্সিগঞ্জের কমপক্ষে ৯টি স্থানে ও চুয়াডাঙ্গা মেহেরপুরের কমপক্ষে ৮টি স্থানে ইন্টানেট সংযোগের কেবল কেটে দেয় দুর্বৃত্তরা। এ নেটওয়ার্কের আঞ্চলিক তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত ফ্লিম ফেয়ার ক্যাবল টিভির স্বত্ত্বাধিকারী সালাউদ্দিন মিঠু সংশ্লিষ্টদের বরাত দিয়ে বলেছেন, দুর্বৃত্তদল কমপক্ষে ১২ লাখ টাকার ক্ষতি করেছে। পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
জানা গেছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান সরকার সর্বত্র ইন্টারনেট সংযোগ স্থাপনের নানামুখি পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে ন্যাশনাল আইসিসি ইনফো নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ছড়ানো অন্যতম। এ নেটওয়ার্কের তত্ত্বাবধানে রয়েছেন সালাউদ্দিন মিঠু। তিনি বলেছেন, কিছু ব্যক্তি আমার বৈধ ব্যবসা রুখে দেয়ার নানা চক্রান্ত করছে। এ নিয়ে যখন আমি মানসিকভাবে বিপর্যস্ত, ঠিক তখনই কে বা কারা ইন্টারনেট সংযোগ বিছিন্ন করার জন্য পরিকল্পিতভাবে ন্যাশনাল আইসিসি ইনফো নেটওয়ার্কের সংযোগ তার টুকরো টুকরো করে দিয়েছে। যা হতাশা জনক। এই চক্র ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্তরায়। অবশ্যই ওই চক্রের সদস্যদের ধরে আইনে সোপর্দ করা উচিত। ফলে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের দৃষ্টি গোচর করা হয়েছে। মামলারও প্রক্রিয়া অব্যাহত রয়েছে।