ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে

?

চুয়াডাঙ্গার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণকালে এমপি টগর

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের তিনদিনব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার, বৃস্পতিবার ও গতকাল শুক্রবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর এমপি বলেন, আজকের প্রজন্ম আগামী দিনের ভবিষ্যত। আর ভবিষ্যত প্রজন্মকেই দেশ গড়ার দায়িত্ব নিতে হবে। ইতোমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে। আগামী ২০৪১ সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মাইলফলক ছুবে। মাইলফলকে পৌঁছুতে হলে বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে সোনার বাংলা গড়ার কাজে হাত দিয়ে ছিলেন। ঠিক তখনই ক্ষম লীপপ্সু কতিপয় ব্যক্তি তাদের স্ব-পরিবারে হত্যা করে। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে বেঁচে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার সে স্বপ্ন বুকে ধারণ করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে দেশের মানুষকে সু-শিক্ষায় শিক্ষিত করে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। সে লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষাকে অধিক গুরুত্ব দিয়েছে। স্বাধীনতার মাস মার্চ। এ মাসে আমাদের অর্জন রয়েছে অনেক। তবে এর বিনিময়ে অনেককেই জীবন দিতে হয়েছে। অনেককেই হারাতে হয়ে তাদের স্বজনকে। যারা জীবন দিয়েছে তারা আমাদের গর্ব, আমাদের অহঙ্কার। তাই বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সম্পর্কে জানাতে হবে। দেশ ও জাতির উন্নয়নে সুশিক্ষার কোনো বিকল্প নেই। একটি শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নয়নের স্বর্ণ শিখড়ে পৌঁছে দিতে। বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতে পারে দেশের পরিচয়। মনে রাখতে হবে লেখাপড়ার পাশাপাশি খেলাধূলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে ছেলে-মেয়েদের। কারণ খেলাধূলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটিয়ে থাকে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী শফিকুর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ওয়াশীমুল বারী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, সদর উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাক্তার নুরুল ইসলাম, সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। এছাড়াও উপিস্থত ছিলেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক দিলীপ কুমার অধিকারী, বীর মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, সিরাজ মালিথা, নজরুল ইসলাম, কাশেম, লাল মাস্টার, আনছার আলী, রাবন মাঝি, আ.লীগ নেতা হায়দার আলী, মেশকাত আলী, চাঁন আলী, ইয়াকুব, ডাক্তার শুকুর, আশা, রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, আ.মান্নান, বাচ্চু মোল্লা, কুদ্দুস মাস্টার, মান্নান মুহুরী, আত্তাব, এরেঙ, শাহীন, ফজলু, মহিদুল, মনজেল, মালেক, বাবুল, সাত্তার, আকিব, আতিয়ার, মঙ্গল, লালু, শিমুল, বরকত, টুকু, ব্লু, কেষ্ট, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ রেজা, তিতুদহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আমজাদ হোসেন প্রমুখ। সভাপতি শফিকুর রহমান রাজু, প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বিদ্যালয়ের সমস্যার কথা তুলে ধরলে তিনি ধারাবাহিকভাবে তা বাস্তবায়নের আশ্বাসও দেন। আলোচনা শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।