জীবননগরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: জীবননগরের শেখাড়িয়ায় পারিবারিক কলহের জেরে গৃহবধূ রশিদা বেগম বিষপানে আত্মহত্যা করেছে। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর শেখাড়িয়া পিচমোড়পাড়ার আমিনুল ইসলামের স্ত্রী। গতকাল রোববার বিকেলে বিষপান করলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পারিবারিকসূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে রশিদা বেগমের সাথে তার স্বামী আমিনুল ইসলামের পারিবারিক বিষয় নিয়ে রাগারাগী হয়। এক পর্যায়ে রাগে অভিমানে বিকেল ৫টার দিকে ঘরে রাখা ঘাসমারা বিষ পান করেন রশিদা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাকে ওয়াশ করার পর ভর্তি রাখা হয়। রাশিদা বেগমের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে রেফার করা হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে রশিদা বেগমের মৃত্যু হয়। এদিকে ঝড় বৃষ্টিতে বিদ্যুত চলে গেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ছিলো অন্ধকার। হাসপাতালে মানুষের আনাগোনা ছিলো বেশি। তার ভেতরে রশিদার পরিবারের লোকজন তার লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করে বলে জানা গেছে।