চুয়াডাঙ্গার মাখালডাঙ্গার গোলামকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মাখালডাঙ্গার গোলামকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার সকালে আলাউদ্দীন নামের এক ব্যক্তিকে মারধরের ঘটনায় গোলামকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে গোলামকে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আলাউদ্দীন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে মাখালডাঙ্গা গ্রামের মৃত ভালু ম-ল ওরফে ভেলুর ছেলে গোলাম নিজ গ্রামবাসীর কাছে ভয়ের কারণ হয়ে উঠেছে। কখনও ইজিবাইক ভেঙে দেয়া, যাকে তাকে দা দিয়ে কোপাতে যাওয়াসহ বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ করছে। এ কারণে গ্রামবাসী তার উপর অতিষ্ঠ হয়ে উঠেছে। গত শনিবার বেলা ২টার দিকে একই এলাকার মাদারের ছেলে রহিম তার ইজিবাইক নিয়ে ভাড়া চলানোর উদ্দেশে বের হলে পথিমধ্যে গোলাম তার ইজিবাইক ভাঙচুর করে। গত সোমবার এলাকাবাসী সালিসের মাধ্যমে ৪ হাজার টাকা জরিমানা করে। পরে তার পরিবারের লোকজন জরিমানার টাকা পরিশোধ করেন। গতকাল মঙ্গলবার সকালে একই এলাকার মৃত রুহুল আমিন মালিথার ছেলে জান্টু পাওনা টাকা চাইতে গেলে তাকে দা দিয়ে কোপাতে যায় গোলাম। এসময় জান্টুর ভাই আলাউদ্দীন এগিয়ে আসলে তাকেও মারধর করে। পরে গ্রামবাসী ও গোলামের পরিবারের সদস্যরা তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে এলাকার কেউ কেউ জানান, গোলাম মানসিক ভারসাম্যহীন হয়ে পরেছে আবার কেউ বলছে পাগলের অভিনয় করছে। গতকাল মঙ্গলবার এ ঘটনায় আলাউদ্দীন বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। গতকালই পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে।