ইয়াবা ও ফেনসিডিলসহ আটক ৩

দর্শনা পুলিশ ও বারাদী বিজিবির মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান
দর্শনা অফিস: দর্শনা পুলিশ ও দামুড়হুদার বারাদী বিজিবি সদস্যরা মাদকবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়ে আটক করেছে অভিযুক্ত ৩ মাদককারবারিকে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিল। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে দামুড়হুদার বারাদী বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার জাহিদ শিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বারাদী মাঠে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ওই মাঠ থেকে আটক করা হয় ইউনিয়নের ঝাঁজাডাঙ্গা গ্রামের কিতাব আলীর ছেলে রিপন ম-লকে। আটককৃত রিপনের কাছ থেকে বিজিবি সদস্যরা উদ্ধার করেছে ১১৬ বোতল ফেনসিডিল। এ ঘটনায় নায়েব সুবেদার জাহিদ শিকদার বাদী হয়ে গতকাল মঙ্গলবার আটককৃত রিপনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এদিকে দর্শনা আইসি পুলিশ পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ দু’মাদককারবারিকে আটক করেছে। গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই লাভলু হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা ইসলাম বাজার এলাকায়। পুলিশ বলেছে, এসময় পৌর এলাকার মোবারকপাড়ার বুদো ম-লের ছেলে বরুকে আটক করা হয়। আটককৃত বরুর কাছ থেকে ৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এএসআই লাভলু হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার বরুর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। রাত আড়াইটার দিকে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা ঈশ্বরচন্দ্রপুর বিজিবি ক্যাম্প মোড়ে। পুলিশ ওই মোড় থেকে আটক করেছে ঈশ্বরচন্দ্রপুরের ইউনুস আলীর ছেলে শামীমকে। পুলিশ বলেছে, শামীমের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এএসআই লাভলু হোসেন বাদী হয়ে গতকাল মঙ্গলবার দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।