সালমানের জেল নিয়ে যা বললেন তসলিমা নাসরিন

বিনোদন ডেস্ক: বিলুপ্তপ্রায় কৃষ্ণসার প্রজাতির হরিণ শিকার মামলায় দোষী সাব্যস্ত সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ হাজার রুপি জরিমানা করে ভারতের যোধপুর আদালত।

গতকাল রায় শেষে যোধপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ২৮ জন সাক্ষীর উপস্থিতিতে প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট দেব কুমার খত্রি এ রায় দেন। এর আগে গত ২৮ মার্চ মামলার চূড়ান্ত আবেদন যোধপুরের একটি গ্রাম্য আদালতে সম্পন্ন হয়।

এদিকে এই মামলায় সালমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ে যোধপুর প্রদেশের কাঙ্কানি গ্রামে গিয়েছিলেন। শুটিং চলাকালে ১ ও ২ অক্টোবর রাতে আলাদা আলাদা দুটি জায়গায় সালমান কৃষ্ণসার শিকার করেন।

সালমানের কারাদণ্ডের পর বলিউড সেলিব্রিটিরা ছাড়াও প্রতিক্রিয়া দেখিয়েছেন বিশিষ্টজনরা। প্রতিক্রিয়া দেখিয়েছেন বাংলাদেশের আলোচিত লেখিকা তসলিমা নাসরিন।সালমান খানের রায়ের পর তিনি তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, বিলুপ্তপ্রায় প্রাণীহত্যা অপরাধ। কিন্তু ৫ বছরের কারাদণ্ড বাড়াবাড়ি। ওর ওপর ৫ কোটি টাকার জরিমানা বসিয়ে ছেড়ে দেয়া হোক।

প্রসঙ্গত, বর্তমানে ভারতে বসবাস করছেন তসলিমা নাসরিন।