আলমডাঙ্গার পারদূর্গাপুর থেকে শ্যামপুর মোড় পর্যন্ত নির্মাণাধীন সড়ক ধূলাবালি দিয়ে পাইলিং করার অভিযোগ

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার পারদূর্গাপুর থেকে শ্যামপুর মোড় পর্যন্ত এলজিইডি কর্তৃক নির্মাণাধীন সড়কে বালির পরিবর্তে মাটি মিশ্রিত ধূলাবালি দিয়ে পাইলিং করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের পারদূর্গাপুর থেকে শ্যামপুর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার সড়ক নির্মাণ করা হচ্ছে। এলজিইডি কর্তৃক ওই পাকাকরণ কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। সড়কে বালি দিয়ে পাইলিং করার নির্দেশনা থাকলেও বালির পরিবর্তে মাটি মিশ্রিত ধূলাবালি দিয়ে পাইলিং করার অভিযোগ তুলেছেন এলাকার অনেকেই। নিকটস্থ ইসলামপুর প্রাইমারি স্কুলের পাশ থেকে অবৈধভাবে উত্তোলন করা মাটি মিশ্রিত বালি অল্প টাকায় কিনে তা নির্মাণাধীন সড়কে ব্যবহারের অভিযোগ করেছেন গ্রামবাসীর অনেকে। এ ব্যাপারে সচেতন গ্রামবাসী সংশ্লিষ্ট এলজিইডি কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
ছবি: রাস্তা।