ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে চলছে প্রস্তুতি

মুজিবনগর প্রতিনিধি: ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। একাত্তরের এই দিনে বেদ্যনাথতলা তথা মুজিবনগর আ¤্রকানে অস্থায়ী সরকারের শপথ গ্রহণের মধ্যদিয়ে মুক্তিকামী মানুষের মাঝে সৃষ্টি হয় নব প্রেরণা। এ প্রেরণা থেকেই নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জন করে স্বাধীনতা। আর তাইতো প্রতিবছর পালিত হয় ঐতিহাসিক মুজিবনগর দিবস। এবারও দিবসটি উদযাপনে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে মেহেরপুর জেলা প্রশাসন। বেশ কয়েকদিন আগে থেকেই আ¤্রকাননসহ গোটা কমপ্লেক্স জুড়ে চলছে নানা প্রস্তুতি। স্থাপনাগুলো ধোয়া মোছার কাজও চলছে জোরেশোরে। মুজিবনগর দিবসের আলোচনাসভার জন্য প্রস্তুত করা হচ্ছে শেখ হাসিনা মঞ্চ। এছাড়াও বর্ণিল সাজে সাজানো হচ্ছে কমপ্লেক্স। গড়ে তোলা হচ্ছে নিরাপত্তা বলয়। সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠান সম্পন্ন করার লক্ষ্যে জেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এক সাথে কাজ করছেন বলে জানান মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল।