মহেশপুরে বিজিবির ৪দিনব্যাপী আন্তঃরিজন অলিম্পিক গেমস তায়কোয়ানডো খেলার উদ্বোধন

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর জেলা পরিষদ অডিটরিয়ামে সোমবার সকালে বিজিবি’র ৪দিনব্যাপী আন্তঃরিজন তায়কোয়ানডো খেলার উদ্বোধন করা হয়েছে।
৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও খেলা উদ্বোধন করেন দক্ষিণ-পশ্চিম ভারপ্রাপ্ত রিজন কমান্ডার কর্নেল মো. আসাদুজ্জামান খান। এ সময় উপস্থিত ছিলেন, ৫৮ বিজিবি’র উপঅধিনায়ক মো. জসিম উদ্দিনসহ বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ। ২৩-২৬ এপ্রিল ৪দিনব্যাপী খেলায় বিভিন্ন ইভেন্টে যশোর রিজন থেকে ৩৩জন, চট্টগ্রাম রিজন থেকে ৩৩ জন, রংপুর রিজন থেকে ৩১ জন, সরাইল রিজন থেকে ২৩ জন, রামু রিজন থেকে ২৬ জন মোট ৫টি রিজন থেকে ১শ ৪৬ জন খেলোয়াড় এই খেলায় অংশগ্রহণ করছে। বিজিবি’র একটি সূত্র জানায়, এই খেলা থেকে বাচাইকৃত খেলোয়াড়রা বিজিবি’র রোর্ড টিমে অংশ নেবে এবং সেখান থেকে বাচাইকৃতরা জাতীয় টিমে অংশ নেবে। লেখার মূল লক্ষ্য হলো শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী, নারী স্বাবলম্বী ও আত্ম প্রত্যয়ী হওয়া। ইভটিজিং, আত্মহত্যা, নারী নির্যাতন, ছিনতাই, রাস্তাঘাটে অনাকাক্সিক্ষত সন্ত্রাসী কর্মকা- প্রতিরোধ করা।