চুয়াডাঙ্গা-মেহেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনাসভা

দেশের শতকরা ৪৬ ভাগ শিশু অপুষ্টিতে ভুগছে
স্টাফ রিপোর্টার: ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন’ শ্লোগানে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮ শুরু হয়েছে। পুষ্টি সপ্তাহ উপলক্ষে গতকাল সোমবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে শোভাযাত্রা বের হয়। পরে আলোচনাসভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, ১৯ বছর পর দেশে পুষ্টি সপ্তাহ পালন করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লক্ষ্য ছিলো দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। মিড ডে মিল সরকারি বিদ্যালয়গুলোতে চালু থাকলেও বেসরকারি পর্যায়ে নেই। বিদ্যালয়ের শিক্ষার্থীদের বলবো সবচেয়ে মজা যে খাবার সেই খাবারটা খারাপ খাবার। এসব খাবার পরিত্যাগ করতে হবে।
সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, দেশের শতকরা ৪৬ ভাগ শিশু অপুষ্টিতে ভুগছে। এসব শিশুদের প্রতি যদি নজর দিতে না পারি তাহলে দেশের শিশুরা অপুষ্টিতে ভুগতে থাকবে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশুদের জন্য ৪টি পৃথক বেড আছে। সেই বেডের শিশুদের ইউনিসেফের সরবরাহকৃত দুধ দেয়া হয়। খাদ্যের ৬টি উপাদান রয়েছে। যাকে সুষম খাদ্য বলা হয়। শিশু জন্মের পর ৬ মাস পর্যন্ত মায়ের বুকের দুধ খাওয়াতে হবে। এভাবে দুই বছর পর্যন্ত শিশু মায়ের দুধ পান করবে।
এরআগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত অলোচনাসভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে সিভিল সার্জন ডা. খায়রুল আলম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর হাসপাতালের আরএমও ডা. শামিম কবির। প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. আওলিয়ার রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. এএইচএম শামীমুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা নির্মল কুমার ও জেলা তথ্য অফিসার আমিনুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী অন্তরা খাতুন। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ ও সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় পুষ্টি সপ্তাহের আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদা খাতুন, কনসালটেন্ট সার্জারি ডা. রফিকুল ইসলাম মিল্টন, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন ও জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির। আলোচনাসভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র‌্যালিটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ, উপজেলা কৃষি অফিসার সুফী মোহা: রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) আরিফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, সেনেটারি ইন্সপেক্টর শরীফ মোহা: আব্দুল মতিন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম প্রমুখ। অনুষ্ঠানটি মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে উপস্থাপন করেন দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ।
মেহেরপুর অফিস জানিয়েছে, জাতীয় পুষ্টি সপ্তাহ-২০১৮ পালন উপলক্ষে মেহেরপুর জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ শ্লোগানে গতকাল সোমবার সকাল ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি হাসপাতাল প্রাঙ্গণ থেকে ওয়াপদা মোড় প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে এক অলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. জিকেএম শামসুজ্জামান। আলোচনাসভায় অন্যান্যের মধ্যে বক্তব্যে রাখেন ডা. মিজানুর রহমান, ডা. অলোক কুমার দাস, ডা. এহসানুর কবির, ডা. ফয়সাল কবীর, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. বিকাশ কুমার প্রমুখ।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় পুষ্টি সপ্তাহ উপলক্ষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথা ভাবুন”এই পতিপাদ্য বিষয় নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলালউদ্দীন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুণ, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, কৃষি অফিসার এ.কে.এম হাসিবুল হাসান, শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, মৎস্য অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সজীব, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুরা জান্নাত।