যুবলীগ নেতা আরিফকে মারপিটের অভিযোগে আসমানখালীতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার গাংনী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ হোসেনকে মারপিট ও অপহরণ চেষ্টার অভিযোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ৫টার দিকে আসমানখালী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউনিয়ন যুবলীগ ও এলাকাবাসীর পক্ষে থেকে এ মানববন্ধন করা হয়। মানববন্ধনের শুরুতেই ১ মিনিট নীরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বিল্লাহ হোসেন, আতিয়ার রহমান, সবুজ আহমেদ, বিপ্লব হোসেন, শরিফুল ইসলাম, রনি আহমেদ প্রমুখ।
গাংনী ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ হোসেন অভিযোগ করেন, গত রোববার দিনগত রাত ১১টার দিকে পার্শ্ববর্তী হাপানিয়া গ্রামের মন্টু ও তার সাথে ৩-৪ জন মিলে আসমানখালী বাজারে এসে আমাকে মারপিট করেন এবং অপহরণের চেষ্টা করেন। এসময় আসমানখালী বাজারের নাইটগার্ডরা ছুটে এলে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে মারধর ও অপহরণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল ইসলাম মন্টু। তিনি বলেছেন, যুবলীগ নেতা রকিবুলের সাথে টাকাপয়সা লেনদেন নিয়ে কথা হয়। ওই সময় পদ্যপ অবস্থায় আরিফ এসে আমার সাথে গ-গোল করেন। তাকে মারধর বা অপহরণের চেষ্টা মিথ্যা ও ভিত্তিহীন।