মেহেরপুরের মুজিবনগরে দিনব্যাপি কৃষি প্রশিক্ষণ

মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা কৃষি অফিসে চলমান ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি (এনএটিপি-২) প্রকল্পের আওতায় দিনব্যাপি সিআইজভূক্ত কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে দিনব্যাপী ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. আখতারুজ্জামান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ স্বপন কুমার খাঁ, উপজেলার কৃষি অফিসার মুহ: মোফাকখারুল ইসলাম ও মেহেরপুর সদর উপজেলা কৃষি অফিসার এ কে এম কামরুজ্জামান। প্রশিক্ষকগণ দিনব্যাপি অনুষ্ঠিত প্রশিক্ষণে কৃষির বিভিন্ন আধুনিক এবং লাগসই ও টেকসই প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণে উপজেলার ৩০ জন সিআইজভূক্ত কৃষক-কৃষানী অংশগ্রহণ করে। প্রশিক্ষণের বিষয় ছিলো কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি ও সিআইজি ব্যবস্থাপনা।