আলমডাঙ্গার ওসমানপুরে ওয়াজ মাহফিল বন্ধ করে দিলো পুলিশ

 

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ওসমানপুরে তিন দিনব্যাপি ওয়াজ মাহফিল একদিনের মাথায় বন্ধ করে দিয়েছে পুলিশ। প্রশাসনের অনুমতি নিয়ে ওয়াজ মাহফিলের আয়োজন করা হলেও পুলিশ ওয়াজ মাহফিল ভেঙে দেয়ায় ক্ষুব্ধ হয়েছে আয়োজকরা। তবে পুলিশের দাবি ওয়াজ মাহফিলের অনুমতি নেয়া হয়নি।

জানা গেছে, আলমডাঙ্গার ওসমানপুর-লক্ষ্মীপুর গ্রামের লোকজন প্রতি বছর তিনদিনব্যাপি ওয়াজ মাহফিলের আয়োজন করে থাকে। প্রশাসনের অনুমতি নিয়ে গত বৃহস্পতিবার থেকে এ মাহফিল শুরু হয়। প্রথম দিন সুষ্ঠুভাবে মাহফিলে বক্তারা বক্তব্য রাখেন। কিন্তু গতরাতে ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে বাধা দেয় পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় ওয়াজ মাহফিলে বক্তব্য রাখছিলেন স্থানীয় ওলামায়ে কেরাম। সাতক্ষীরা থেকে প্রধান বক্তা মাও. মিজানুর রহমানও চলে আসেন মঞ্চের কাছে। এরই মধ্যে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ওসমানপুরে গিয়ে ওয়াজ মাহফিল বন্ধ করে দেন। ওয়াজ মাহফিলের সভাপতি শামসুল হুদা অভিযোগ করেন, আমরা অনুমতি নিয়েই মাহফিলের আয়োজন করি কিন্তু পুলিশ ওপর মহলের নির্দেশের কথা বলে মাহফিল বন্ধ করে দিলো। তবে পুলিশ বলেছে, অনুমতি না নিয়েই মাহফিল করা হচ্ছিলো।