আলমডাঙ্গার বারোঘরিয়া গ্রামে গৃহবধূর বিষপানে রহস্যজনক আত্মহত্যা

 

মুন্সিগঞ্জ/ঘোলদাড়ী প্রতিনিধি: আলমডাঙ্গার ঘোলদাড়ীর বারোঘরিয়া গ্রামে গৃহবধূ রহস্যজনকভাবে বিষপানে আত্মহত্যা করেছে।

গ্রামসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের বারোঘরিয়া গ্রামে মুসার মেয়ে শিলার (২২) বিয়ে হয় ডাকবাংলার কুতুবপরের শিবপুর গ্রামের ছাত্তারের ছেলে মনিরুলের সাথে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিলো মনিরুল। গতকাল দুপুরে যৌতুকের দাবিতে নির্যাতন করে। এরই এক পর্যায়ে গৃহবধূ শিলা বিষপান করে। তাকে উদ্বার করে স্থানীয় ক্লিনিকে ও পরে ঝিনাইদাহ সদর হাসপাতালে ভর্তি করে। বিকেল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। শিলার পিতার বাড়ির লোকজন তার লাশ পিতার বাড়ি বারোঘরিয়া গ্রামে নিয়ে আসে। গ্রামজুড়ে চলতে থাকে শোকের মাতম।

একাধিক সূত্র জানায়, শিলার স্বামী কর্তৃক নির্যাতেনর এক পর্যায়ে মৃত ভেবে মুখে বিষ ঢেলে দিতে পারে। শিলার স্বামীর বাড়ি থেকে তার নিকটাত্মীয় না আসা ও বাইরের ৩ জন লোক দিয়ে লাশের সাথে পাঠোনো ঘটনাটির রহস্যজনক বলে গ্রামবাসী মন্তব্য করেছে। তাদের আচরণও রহস্যজনক বলে জানিয়েছে এলাকাবাসী। গতকাল নাগহদ ইউপি চেয়ারম্যান দারুস সালাম ও মেম্বার শাহিনের উপস্থিতে সালিস বৈঠকে আপসের চেষ্টা চলছিলো। এলাকাবাসী ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সালিস বৈঠক চলছিলো।