বাংলাদেশি বিজ্ঞানী পেলেন আন্তর্জাতিক পুরস্কার

মাথাভাঙ্গা মনিটর: ফসলের নতুন জাত উদ্ভাবনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা বাড়াতে ভূমিকার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী মির্জা মোফাজ্জল ইসলাম। আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা (আইএইএ) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে গত বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তাকে এ পুরস্কার দেয়া হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। শুক্রবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিয়েনায় আইএইএর সাধারণ অধিবেশনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটের (বিনা) গবেষক মোফাজ্জল ইসলামকে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়া হয়। তার পক্ষে বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি আইএইএর মহাপরিচালক ইউকিয়া আমানোর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন। বিশ্বব্যাপি খাদ্য নিরাপত্তা বাড়াতে কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন-এমন বিজ্ঞানীদের পাঁচটি ক্যাটাগরিতে আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেয়া হয়। বাংলাদেশে উচ্চ ফলনশীল ছোলা, পাট ও মুগের জাত উদ্ভাবনে ভূমিকা রেখেছেন মোফাজ্জল ইসলাম। বন্যা ও লবণসহিষ্ণু ধান উদ্ভাবনেও তার ভূমিকা রয়েছে।