পল্লীকবি স্মরণে ‘ইত্যাদি’ শুক্রবার

1453992274

ইত্যাদির এই পর্বের অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে পল্লীকবি জসীমউদ্দীনের জন্মস্থান ফরিদপুরে। এই জানুয়ারী মাসেই কবির জন্ম হয়েছিল। তাই চলতি মাসে প্রচারিতব্য এই অনুষ্ঠানটি পল্লীকবির স্মরণে ফরিদপুরের কুমার নদীর তীরে তার পৈত্রিক বাড়ির সামনে ধারণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ হাজার দর্শক উপস্থিত ছিলেন। ‘ইত্যাদি’র ধারণ উপলক্ষে ফরিদপুরে ছিল উৎসবের আমেজ।
আমন্ত্রিত দর্শক ছাড়াও হাজার হাজার মানুষ প্রচন্ড শৈত্য প্রবাহের মধ্যেও আশেপাশের রাস্তায়, বিভিন্ন গাছের উপর, নৌকার উপর বসে, নদীর পাড়ে হাটু পানিতে দাঁড়িয়ে ‘ইত্যাদি’র ধারণ উপভোগ করেন। ইত্যাদির ধারণ উপলক্ষে সেদিন বর্ণিল আলো এবং পল্লীকবির বিভিন্ন অমর সৃষ্টি ‘নক্সী কাঁথার মাঠ’, ‘সোজন বাদিয়ার ঘাট’ আর বিভিন্ন কবিতা দিয়ে সাজানো দৃষ্টি নন্দন মঞ্চে তৈরি করা হয়েছিল। এবারের ইত্যাদিতে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন-ডঃ ইনামুল হক, সোলায়মান খোকা, মাসুম আজিজ, কে.এস.ফিরোজ, আব্দুল কাদের, আফজাল শরীফ, শবনম পারভীন, আব্দুল আজিজ, জিয়াউল হাসান কিসলু, কাজী আসাদ, সুভাশিষ ভৌমিক, শিউলী শিলা, মৌসুমী, সজলসহ আরো অনেকে। পরিচালকের সহকারী হিসাবে ছিলেন যথারীতি রানা ও মামুন। সব শ্রেণী পেশার মানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদির আগামী পর্ব একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে ২৯ জানুয়ারী, শুক্রবার রাত ৮ টার বাংলা সংবাদের পর। ইত্যাদির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মান করেছে ফাগুন অডিও ভিশন।