জীবননগরের উথলীতে সালিস বৈঠকে মাতবরদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী গ্রামে সালিস বৈঠক করার সময় একদল দুর্বৃত্ত কর্তৃক মাতবরদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪টার দিকে উথলী মোল্লা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, সেনেরহুদা গ্রামের আবু জাফরের ছেলে বহু অপকর্মের হোতা ও চি‎হ্নিত মাদকব্যবসায়ী আলমগীর হোসেনের নের্তৃত্বে (২৫) দুর্বৃত্তরা মাতবরদের ওপর পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। বিক্ষোভ সমাবেশে হামলাকারী আলমগীরসহ দুর্বৃত্তদের নামে মামলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, জীবননগর উপজেলার উথলী গ্রামের মোল্লাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গত শুক্রবার বিকেল ৪টার দিকে ফসল তছরুপ প্রতিরোধ কমিটির সালিস বৈঠক চলছিলো। এ সময় সেনেরহুদা গ্রামের আবু জাফরের ছেলে বহু অপকর্মের হোতা আলমগীর হোসেনের নের্তৃত্বে (২৫) তার ৬ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে ভাড়াটিয়া গুন্ডা হিসেবে সালিস বৈঠকের স্থানে গিয়ে মাতবরদের ওপর হামলা চালায়। এ সময় গ্রামবাসী একত্রিত হয়ে দুর্বৃত্তদের ধাওয়া করলে তারা দুটি বড় হাসুয়া, দুটি ছুরি ও দুটি লাঠি ফেলে পালিয়ে যায়।