ক্লাব কর্মকর্তাদের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছেন মজু-নঈম-লাড্ডু পরিষদ নেতৃবৃন্দ। রাত পোহলেই ভোট।

 

স্টাফ রিপোর্টার: ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা ও দোয়া কামনার মধ্যদিয়ে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদী কার্যনির্বাহী পরিষদের নির্বাচন জমে উঠেছে। গতকাল বুধবার দু প্যানেলের নেতৃবৃন্দ ভোটারদের বাড়িতে চায়ের দোকানে, রাস্তার মোড়ে যাকে যেখানে পাওয়া গেছে সেখানে দাঁড়িয়ে ভোট ও দোয়া প্রার্থনা করেন। মজু-নঈম-লাড্ডু পরিষদ নেতৃবৃন্দ প্রতিদিনের ন্যায় গতকাল সকাল থেকেই চুয়াডাঙ্গা জেলা শহর ও শহরের আশপাশ যে সকল ভোটার আছে সেখানে ব্যাপক গনসংযোগ করেছেন। গণসংযোগকালে চুয়াডাঙ্গা ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নতি, চুয়াডাঙ্গা ক্রীড়াঙ্গনের অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে কাউন্সিলরদের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। এ পরিষদের পক্ষে গণসংযোগে উপস্থিত ছিলেন সহসভাপতি প্রার্থী মজিবুল হক মালিক মজু, সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, হুমায়ুন কবীর মালিক, এ নাসির জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক প্রার্থী নঈম হাসান জোয়ার্দ্দার, অতিরিক্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, কোষাধ্যক্ষ নাছির আহাদ জোয়ার্দ্দার, যুগ্মসাধারণ সম্পাদক আব্দুস সালাম, টুটুল মোল্লা, নির্বাহী সদস্য হাজি ইয়াকুব হোসেন মালিক, সাইদুর রহমান মালিক, বদর উদ্দিন খান, সালাউদ্দীন মো. মতূর্জা, শহিদুল কদর জোয়ার্দ্দার, হাফিজুর রহমান হাপু, মেহেরুল্লাহ মিলু, ফজলুল হক মালিক, আজিজুল হক শীল, সামসুদ্দোহা হাসু, মহসিন রেজা, ওবাইদুল হক জোয়ার্দ্দার ও জেহাদ-ই-জুলফিকার টুটুল। আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে অর্থাৎ চুয়াডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন পুরাতন স্টেডিয়ামে ভোট গ্রহণ করা হবে। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।