মুজিবনগরে আম উৎপাদনের আধুনিক কলাকৌশলের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে আম উৎপাদনের আধুনিক কলাকৌশলের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কি কারণে আমের ফুল ও ফল ঝরে যায় এবং তার প্রতিকারের বিষয়ে আলোচনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তরারা। সভাপতিত্ব করেন গাজিপুর ফল গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মদন গোপাল সাহা। প্রধান অতিথি ছিলেন গাজিপুর কৃষি গবেষনা ইনস্টিটিউটের পরিচালক (সাপর্ট সার্ভিস) ড. বিরেন কুমার। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কিটতত্ব বিভাগের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ নজরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান, মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মুহা. মোফাক্খারুল ইসলাম ও সহকারি বৈজ্ঞানিক লুৎফর রহমান। এতে শতাধিক কৃষক কৃষাণী অংশ নেয়। ফল বিভাগ উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট গাজিপুর এ মাঠ দিবসের আয়োজন করে।