গেইলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আইপিএল কর্তৃপক্ষ

 

মাথাভাঙ্গা মনিটর: ক্রিস গেইলের এক ব্রিটিশ নারী সাংবাদিককে নিয়ে মন্তব্য নিয়ে যে সমালোচনার ঝড় উঠেছে, সেটা নিয়ে নড়ে চড়ে বসেছে আইপিএল কর্তৃপক্ষ। ইস্যুটি নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর শীর্ষ পর্যায়ে যাওয়ার কথা বলেছেন আইপিএল চেয়ারম্যান রাজিব শুক্লা। রাজিব শুক্লা বলেছেন, ক্রিকেটারদের অবশ্যই আচরণগত বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমরা তাদের কাছে এসব টুর্নামেন্টে নির্ধারিত আচরণে সীমাবদ্ধ থাকতেই প্রত্যাশা করি। বিতর্কিত মন্তব্য জনসম্মুখে কোনওভাবেই কাম্য নয়। আমি ইস্যুটি নিয়ে বিসিসিআই সভাপতির সঙ্গে আলোচনা করবো। এমনকি এ নিয়ে গেইলের আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছেও কথা বলতে চান তিনি। ২০১১ সাল থেকে বেঙ্গালুরুর হয়ে খেলছেন গেইল। উল্লেখ্য, বিভিন্ন টুর্নামেন্টে বিতর্কিত মন্তব্য করে ইতোমধ্যেই বিপাকে রয়েছেন গেইল। সাম্প্রতিক ঘটনায় বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস জানিয়েছে, সামনের আসরে তাকে আর চুক্তিতে রাখবে না দলটি। একইভাবে ইংলিশ কাউন্টি দল সমারসেটের হয়ে খেলা থেকেও নিষেধাজ্ঞার কবলে রয়েছেন তিনি।