বাংলাদেশের বোলিং কোচ হবেন না প্রসাদ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হবেন না ভারতের সাবেক পেসার ভেঙ্কটেশ প্রসাদ। বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে সোমবার নিজের নাম প্রকাশিত হওয়াটাকে প্রত্যাশিত’ আখ্যা দিয়ে প্রসাদ বলেন, তিনি বরং ভারতীয় ক্রিকেটে আরো বেশি অবদান রাখতে চান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অপারেশনস ম্যানেজার আকরাম খান মঙ্গলবার একটি সংবাদ সংস্থাকে বলেন, হিথ স্ট্রিকের জায়গায় প্রসাদসহ চারজনের কথা বিবেচনা করছে বোর্ড। তালিকায় অপর প্রার্থী হিসেবে রয়েছেন শ্রীলংকার চম্পকা রামানায়েকে ও চামিন্দা ভাস এবং পাকিস্তানের আকিব জাভেদ। একটি ভারতীয় পত্রিকার সঙ্গে সাক্ষাতকারে প্রসাদ বলেন, এমন খবর আমার কাছে অপ্রত্যাশিত। বর্তমানে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করা প্রসাদ বলেন, বাংলাদেশের কোচ পদের জন্য আমি আবেদন করিনি। কেননা আমি সব সময়ই ভারতীয় বোলারদের নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করে আসছি। কোচ হিসেবে প্রোফাইল দেখে বিসিবি হয়তোবা আমার প্রতি আগ্রহ দেখিয়েছে।