জীবননগরে আ. লীগ প্রার্থীর বিদ্রোহী হয়ে লড়ছেন পিতা-পুত্র

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার সীমান্ত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন পিতা-পুত্র। বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক মোল্লা সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে তিনি বিদ্রোহী প্রার্থী হয়েছেন। জোড়া খুন মামলার এজাহারভুত আসামি হওয়ায় আব্দুল মালেক মোল্লার মনোনয়ন বাতিল হতে পারে এমন আশঙ্কা থেকে তার ছেলে সীমান্ত ইউনিয়ন যুবলীগ নেতা মোসাবুল ইসলাম লিটন পিতার সাপোর্টে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। পিতা-পুত্র দু জনই নির্বাচনী মাঠে রয়েছেন। তবে ছেলে লিটন নিজের জন্য নয় পিতার আনারস প্রতীকে ভোট চাচ্ছেন। অপরদিকে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক মোল্লার অপর ছেলে ইসাবুল ইসলাম মিল্টন ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে লড়ছেন। একই বাড়ি হতে পিতা-পুত্র চেয়ারম্যান ও অপর পুত্র মেম্বার প্রার্থী হয়ে প্রতিদ্ববন্দ্বীতায় নামায় বিষয়টি চমক সৃষ্টি করেছে।