চুয়াডাঙ্গায় পোল্ট্রিফিড বিক্রেতাকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পোল্ট্রি ফিডের দোকানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৬ উপলক্ষে জেলার মাছের আড়ত, মাছের বাজার ও মাছের খাদ্য বিক্রেতাদের দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। জেলা শহরের কেদারগঞ্জ বাজারের আশা পোল্ট্রিফিডের দোকানে মৎস্য খাদ্য বিক্রির লাইসেন্স না থাকায় আশাকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মৎস্য কর্মকর্তা মো. ফজলুল হক, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফিরোজ আহম্মেদ, সদর থানার এএসআই আল-ইমরান সঙ্গীয় ফোর্সসহ, উপজেলা মৎস্য দফতরের ক্ষেত্রসহকারী আবুল কালাম আজাদ, অফিস সহায়ক আশরাফুজ্জামান ও জেলা মৎস্য দফতরের অফিস সহকারী মোস্তাফিজুর রহমান।