কুড়ুলগাছি বাজারে ফার্মেসি দোকানিদের ডাক্তার সেজে চিকিৎসা : গ্রাম্য মুদিদোকানেও ওষুধ বিক্রি

কুড়ুলগাছি প্রতিনিধি: কুড়ুলগাছি বাজারে ওষুধ ফার্মেসি মালিকরাই বনে গেছেন চিকিৎসক। তারা চিকিৎসক সেজে স্থানীয় রোগীদের নিয়মিত চিকিৎসা দিয়ে আসছেন। তাদের মধ্যে অনেকে শুধু ওষুধ বিক্রির মধ্যে সীমাবদ্ধ থাকলেও কতিপয় ফার্মেসি মালিক রাতারাতি নিজেকে বড় ডাক্তার বলে চিকিৎসা ও পরামর্শপত্র দিচ্ছেন। এতে রোগীরা প্রাথমিক অবস্থায় বড় ডাক্তার মনে করে এ সকল ফার্মেসিতে চিকিৎসা নিয়ে প্রতারিত হচ্ছেন। এছাড়া কুড়ুলগাছি গ্রামের বিভিন্ন মুদিদোকানি প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকেন। সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে বাঁচতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকার সচেতন মহল।