দর্শনাকে উপজেলা করণের দাবি : আজ থেকে দু দিনের নতুন কর্মসূচি

 

দর্শনা অফিস: দর্শনাকে উপজেলা করণের দাবিতে এখনো মাঠ ছাড়েনি আন্দোলনকারীরা। উপজেলা ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখতে সকলেই বদ্ধপরিকর অবস্থায় মাঠে রয়েছে। উপজেলা করণের ক্ষেত্রে বৃহত্তর আন্দোলনে মাঠে নামতে প্রস্তুত এলাকাবাসী। এবার দুদিনের আন্দোলন কর্মসূচি পালিত হচ্ছে আজ শনিবার থেকে। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে থাকছে আজ শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দর্শনা বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ ও বিভিন্ন পরিবহনের উপজেলা দাবি সংবলিত স্টিকার লাগানো। আগামীকাল রোববার একই সময়ে এ কর্মসূচি পালিত হবে দর্শনা পুরাতন বাজার দোয়েল চত্বরে। যথা সময়ে দলমত নির্বিশেষে সর্বস্থরের মানুষকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন উপজেলা আন্দোলনের মুখপত্র আনোয়ার হোসেন। এদিকে কর্মসূচি পালনের লক্ষ্যে গতকাল শুক্রবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতিসভা। সভায় আন্দোলনকারীরা বলেন, এ দাবি আমাদের ন্যায্য দাবি। এ দাবি আমাদের অধিকার আদায়ের দাবি। দর্শনাকে উপজেলা করণের দাবিতে ইতোমধ্যেই একত্ম পোষণ করেছে, কুড়ুলগাছি, পারকৃষ্ণপুর-মদনা, তিতুদহ, বেগমপুর, নবগঠিত নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়নবাসী।