নরসিংদীতে নৌকা ডুবিতে নিখোঁজ অনেক : ১২ জনের লাশ উদ্ধার

 

 

নরসিংদীর আড়িয়াল খাঁ নদীতে নৌকা ডুবে ৬ শিশু সহ ১২ জনের মৃত্যু হয়েছে,  নিখোঁজ রয়েছে আরো ৬ যাত্রী। ঢাকা সিলেট মহা সড়কের রায়পুরা উপজেলার জংলী শিবপুর ব্রীজের নীচ দিয়ে বয়ে যাওয়া আড়িয়াল খাঁ নদীতে শনিবার সকাল সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে । প্রত্যক্ষদর্শী সমিল শ্রমিক আওলাদ হোসেন (৪৫) জানান, গনিশাহ’র মাজারে যাবার উদ্যেশে জংলী শিবপুর বাজার ঘাট থেকে ছেড়ে ১শ গজ দুরে নদীর মাঝামাঝি পৌছলে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারেনে হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় যাত্রীদের চিৎকারে আশপাশের লোক জন পানিতে ঝাপিয়ে পড়ে এবং সাতরিয়ে নৌকাটি কিনারায় আনার চেষ্টা করে।

অতিরিক্ত যাত্রী বোঝাই ,প্রবল স্রোত ও ঢেউ থাকায় নৌকাটি তাৎক্ষনিক কিনারায় আনা সম্ভব হয়নি। পরে স’মিল মালিক খায়ের মাষ্টার ডুবন্ত নৌকাটিতে দড়ি বেধে দিলে কিনারা থাকা লোকজন দড়ি টেনে নৌকাটি কিনারায় নিয়ে আসে। এসময় অন্ততঃ ৫০/৬০ যাত্রী জীবিত বেরিয়ে আসে।আবার অনেকেই নৌকা ডুবে যাবার সাথে সাথে সাতরিয়ে কিনারায় উঠতে সক্ষম হয়। নৌকাটিতে নারী পুরুষ শিশুসহ শতাধিক যাত্রী ছিল। নৌকাটি কিনারায় আনার পর মৃত দেহ গুলো বের হওয়ার সাথে সাথে এক হৃদয় বিধারক ঘটনার উদগ্রীব হয়। মানুষের কান্নায় বাতাস ভারি হয়ে উঠে। লাশ গুলো তাদের স্বজনরা নিজ নিজ বাড়িতে নিয়ে যায়। ওই বাজারের মিষ্টি দোকানের কারিগর শহীদ মিয়া জানান, নৌকাটি ডুবে যাবার সাথে সাথে শত শত মানুষ ওই স্থানে ভীড় জমায়। এ সময় অনেকেই উদ্ধার কাজে সহায়তা করে। শিশু ও মহিলা ছাড়া অনেকেই কিনারায় উঠতে সক্ষম হয়।
এ উদ্ধার অভিযানে আরো ৩ শিশুর পরিচয় মিলেছে এরা হলেন, বেলাব উপজেলার বারৈচা গ্রামের রফিক মিয়া ছেলে রাব্বি (৬), সুন্দর আলীর ছেলে জিনুক (৬) এবং রবিউল্লাহর মেয়ে সুমাইয়া (৭)। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে ১২ জন। তাদের জানাজা বাদ আসর বারৈচা কলেজ মাঠে অনুষ্টিত হয়েছে ।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজারুল ইসলাম জানান,  বেলাব উপজেলার বারৈচা গ্রামের ইউপি মেম্বার আবদুল হাইএর তত্বাবধানে রায়পুরা উপজেলার জংলী শিবপুর বাজার ঘাট থেকে রায়পুরা ও বেলাব উপজেলার বিভিন্ন গ্রামের শতাধিক যাত্রী নিয়ে একটি নৌকা পার্শ্ববর্তী বি,বাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার বড়িকান্দি গ্রামের গনিশাহ এর মাজাবে যাবার উদ্দ্যেশে রওয়ানা হয়। অতিরিক্ত যাত্রী বোঝাই থাকায় নৌকাটি নদীর মাঝখানে পৌছার পর  হঠাৎ ডুবে যায় । ফায়ার সার্ভিস উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা করেছে।