৬২ বছরের রেকর্ড ভাঙলেন রুট

 

মাথাভাঙ্গা মনিটর: দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ডাবল-সেঞ্চুরি করার ক্ষেত্রে ৬২ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। ম্যানচেস্টারে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ডাবল-সেঞ্চুরি হাঁকান রুট। ফলে ভেঙে যায় ডেনিস কম্পটনের রেকর্ডটি।

১৯৫৪ সালে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২৭৮ রান করেছিলেন কম্পটন। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে কম্পটনের ওই ইনিংসটি প্রথম ও একমাত্র ডাবল-সেঞ্চুরি। এতোদিন এ রেকর্ডটি রেকর্ড বইয়ে একাই ছিলো। এখন রুটের নাম যোগ হলো সেই তালিকাতে।